বিশেষ প্ল্যান নিয়ে হাজির Vi, প্রতিদিন পাবেন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা

Highlights

  • Vi-এর 903 টাকার প্ল্যানটি কোম্পানি ট্রুলি আনলিমিটেড ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে।
  • এর সাথে রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ফ্রিতে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে।
  • ডেটা শেষ হওয়ার পরে গ্রাহকরা এই প্ল্যানে 2GB ডেটা ডিলাইটের সুবিধাও পাবেন।

Vodafone idea 90 দিনের ভ্যালিডিটি সহ নতুন রিচার্জ প্ল্যান পেশ করেছে। কোম্পানি গোপনে এই প্ল্যানটিকে ওয়েবসাইটে ট্রুলি আনলিমিটেড ক্যাটাগরিতে তালিকাভুক্ত করেছে। 903 টাকা দামের এই প্ল্যানটিতে আনলিমিটেড কলিংয়ের পাশাপাশি হাই স্পিড ডেটা, OTT এবং আরও অনেক অফার রয়েছে৷ এই পোস্টে আপনাদের এই প্ল্যানটির সম্পর্কে ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: মাত্র 9,799 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হল Infinix Android TV টিভি, জেনে নিন ফিচার

903 টাকার প্ল্যানে পাওয়া যাবে এই সুবিধা

  • এই প্ল্যানে সম্পূর্ণ তিনমাস অর্থাৎ 90 দিনের ভ্যালিডিটি রয়েছে।
  • এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই প্ল্যানে মোট 180GB ডেটা পাওয়া যাবে।
  • এই রিচার্জে আনলিমিটেড ফ্রি কলিংয়ের সাথে প্রতিদিন 100টি SMS এর সুবিধাও দেওয়া হচ্ছে।
  • এছাড়াও ফ্রিতে 90 দিনের জন্য Sony LIV-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।

অতিরিক্ত সুবিধা

এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত ফ্রি ডেটা ডিলাইটের সুবিধা পাবেন, যেটা পাওয়ার জন্য গ্রাহকদের 121249 নম্বরে কল অথবা ViApp এ যেতে হবে। অতিরিক্ত সুবিধা হিসাবে ইউজাররা Binge All Night, Weekend Data Rollover, Vi Movies এবং TV এর সুবিধা পাচ্ছেন। আরও পড়ুন: BIS ওয়েবসাইটে তালিকাভুক্ত OPPO Reno 10 Pro এবং Reno 10 Pro+ ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Jio এবং Airtel-এর 90 দিনের প্ল্যান

  1. Jio-এর 899 টাকার রিচার্জ প্ল্যান: এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 90 দিনের ভ্যালিডিটি সহ দৈনিক 2.5GB ডেটা অর্থাৎ মোট 225GB ডেটা পাবেন। পাশাপাশি এই রিচার্জে আনলিমিটেড কলিং এবং দৈনিক 100 টি SMS ফ্রিতে পাওয়া যাবে।
  2. Airtel এর 779 টাকার রিচার্জ প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, 1.5GB দৈনিক ডেটা, 100 SMS/দিন, Wynk মিউজিক সাবস্ক্রিপশন, ফ্রি Hello Tunes, FASTag-এ 100 টাকা ক্যাশব্যাক এবং Apollo 24/7 সার্কেল সাবস্ক্রিপশন এর সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটির ভ্যালিডিটি 90 দিন।

নোট: 2GB দৈনিক ডেটা এবং 90 দিনের ভ্যালিডিটি সহ Vi এর এই প্ল্যানটি অন্যান্য কোম্পানির 90 দিনের প্ল্যানগুলির তুলনায় কিছুটা ব্যয়বহুল। আরও পড়ুন: শীর্ষ তিনের তালিকা থেকে ছিটকে গেল Xiaomi! বর্তমানে ভারতের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড কোনটি? জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here