জেনে নিন WhatsApp Chat Lock ফিচার ব্যবহার করার সহজ পদ্ধতি

WhatsApp কিছুদিন অন্তর অন্তর ইউজারদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে। এই নতুন আপডেটগুলির কারণে অ্যাপটি ব্যবহার করা আরও মজাদার হয়ে ওঠে এবং অনেক অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়। সম্প্রতি WhatsApp একটি নতুন Chat Lock ফিচার নিয়ে এসেছে। এই ফিচারটির মাধ্যমে যে কোন ব্যক্তির সাথে আপনার কথোপকথন গুলি লুকিয়ে রাখা যাবে এবং আপনার অনুমতি ছাড়া কেউ সেগুলি দেখতে পাবে না৷ এই Chat Lock ফিচারটি কীভাবে ব্যবহার করা যেতে পারে এবং এর সুবিধাগুলি কী কী সেই সব কিছু আপনাদের এই পোস্টে জানানো হল৷

কিভাবে WhatsApp Chat Lock করবেন?

স্টেপ 1: সবার প্রথমে সেই কনট্যাক্টটিকে খুলতে হবে যার চ্যাট আপনি লক করতে চান।
স্টেপ 2: এখানে কনট্যাক্ট ইনফোতে আপনি চ্যাট লকের অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

স্টেপ 3: চ্যাট লকে ‘Lock this Chat with Fingerprint’ অপশনে প্রেস করুন এবং এটি অন করুন।

স্টেপ 4: এবার আপনাকে আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে, এর জন্য স্ক্রীনে উপস্থিত ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ট্যাপ করতে হবে।

স্টেপ 5: ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাবমিট হওয়ার সাথে সাথে সেই কনট্যাক্ট এর WhatsApp চ্যাটটি লক হয়ে যাবে।

লক চ্যাটটি কীভাবে পড়বেন?

স্টেপ 1: WhatsApp চ্যাট লক ফিচারের মাধ্যমে প্রাইভেট মেসেজ দেখার জন্য Chats লিস্টটি নীচে স্ক্রোল করতে হবে।
স্টেপ 2: চ্যাট লিস্ট স্ক্রোল ডাউন করা মাত্রই Locked Chats ফোল্ডার সবার উপরে চলে আসবে, এখানে ট্যাপ করুন।

স্টেপ 3: লক চ্যাট ফোল্ডার খোলার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে হবে।
স্টেপ 4: ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হওয়ার সাথে সাথেই লক করা চ্যাটের পুরো ফোল্ডারটি খুলবে এবং সমস্ত লক করা কনট্যাক্ট সামনে চলে আসবে।

স্টেপ 5: আপনি যেই কনট্যাক্টের সাথে চ্যাট করতে চান তার উপর ট্যাপ করে স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন।

WhatsApp Chat Lock ফিচারের সুবিধা

  • এটি একটি পাসওয়ার্ড প্রোটেকটেড ফিচার যা সম্পূর্ণ নিরাপদ।
  • একসাথে একাধিক কনট্যাক্টের চ্যাট সিকিওর ভাবে লক করা যায়।
  • চ্যাট লক ফিচার যুক্ত সমস্ত কনট্যাক্ট একই ফোল্ডারে সেভ থাকে।
  • আপনার পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়া অন্য কোন ইউজার এটি খুলতে পারবেন না।
  • লক করা কনট্যাক্টের নোটিফিকেশনে মেসেজ প্রিভিউ দেখা যায় না।

কোম্পানির তরফে WhatsApp Chat Lock ফিচারটির কথা ঘোষণা করা হয়েছে, যা আগামী দিনে মোবাইল ইউজারদের কাছে রোল আউট করা শুরু হবে। এই ফিচারটি iOS সহ অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং অ্যাপল আইফোন উভয়েই কাজ করবে। তবে আপনাদেরকে বলে রাখি যে যদি কোনও লক কনট্যাক্ট আপনাকে কল করে তাহলে তার নোটিফিকেশন অন্যদের মতোই আসবে। তবে এই ফিচারটি এখন শুধুমাত্র মোবাইলে কাজ করবে। ডেস্কটপে এর সুবিধা পাওয়া যাবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here