iPhone 14 এর মতো ফ্ল্যাট ডিসপ্লে থাকবে iPhone SE 4 ফোনে, জেনে নিন বিস্তারিত

Highlights

  • নতুন রিপোর্টে iPhone SE 4 ফোনের ডিজাইনের পরিবর্তন সম্পর্কে উপদেশ দেওয়া হয়েছে।
  • এই ফোনটি ফ্ল্যাট এজ সহ অনেকটা iPhone 14 এর মতো দেখতে হবে।
  • iPhone SE 4 ফোনে USB-C পোর্ট এবং অ্যাকশন বাটন থাকবে।

Apple এর পক্ষ থেকে 2020 সালে iPhone SE ফোন পেশ করা হয়েছিল এবং গত বছর iPhone SE 3 মার্কেটে আনা হয়। এই বছর এখনও পর্যন্ত কোনো এসই মডেল লঞ্চ হয়নি এবং কোনো লঞ্চ সম্পর্কেও জানা যায়নি। তবে iPhone SE 4 সম্পর্কে সমালোচনা কিন্তু থেমে নেই। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে iPhone 14 এর মতো ফর্ম ফ্যাক্টর থাকবে। আরও পড়ুন: চীনের টেলিকম সাইটে লিস্টেড হল Vivo Y36m, জেনে গেল ডিজাইন, দাম এবং সেল ডিটেইলস

iPhone SE 4 ফোনে থাকবে iPhone 14 এর মতো ডিজাইন

  • কানাঘুষো যদি সত্যি হয় তবে iPhone SE 4 ফোনটি তেমনই হবে যেমন কোম্পানির ফ্যানরা চাইছিলেন।
  • MacRumors এর রিপোর্ট অনুযায়ী iPhone SE 4 ফোনের অন্যতম ফিচার হিসাবে এতে iPhone 14 এর মতো ডিজাইন থাকবে। অর্থাৎ এতে সুন্দর লউক এবং বড় স্ক্রিন দেওয়া হতে পারে।
  • আশা করা হচ্ছে এই ফোনে ফ্ল্যাট এজ দেখা যাবে। ফোনটির সাইজ অনেকটা iPhone 14 সিরিজের বেস মডেলের মতো হবে বলে শোনা যাচ্ছে।

iPhone SE 4 ফোনটিতে একটি টাচ আইডি বাটন থাকবে বলে কানাঘুষো চলছে। Apple তাদের এই ডিজাইন আপাতত ধরে রাখতে চাইছেই বলে মনে করা হচ্ছে এবং আগামী প্রজম্মের iPhone SE ফোনে অল স্ক্রিন ডিজাইন না থাকার সম্ভাবনাই বেশি। তবে iPhone SE 4 ফোনে iPhone 15 Pro মডেলের মতো USB-C পোর্ট এবং অ্যাকশন বাটন থাকবে। এই অ্যাকশন বাটন বিভিন্ন কাজে ব্যাবহার করা যায়। আরও পড়ুন: সামনে এল Tecno Spark 20C এর ডিজাইন এবং পাওয়ার, গুগল প্লে কনসোলে হল লিস্টেড

iPhone SE 4 ফোনটি iPhone 14 এর থেকে প্রায় ছয় গ্রাম হালকা হবে বলে শোনা যাচ্ছে। iPhone 14 ফোনের ওজন 172 গ্রাম, অর্থাৎ SE মডেলের ওজন হবে 165 গ্রাম। iPhone 14 এর ডুয়েল ক্যামেরা সেটআপের বদলে iPhone SE 4 ফোনে সিঙ্গেল ক্যামেরা ওজন কমার বড় কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।

iPhone SE 4: এখনও পর্যন্ত কি জানা গেছে?

iPhone SE 4 ফোনে iPhone 14 Pro সিরিজের ফোনের মতো 48MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে। একইরকম ডিজাইন ছাড়াও iPhone SE 4 ফোনটি iPhone 14 এর মিডনাইট ভেরিয়েন্টে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ফোনটি একাধিক কালার অপশনে সেল করা হতে পারে। আরও পড়ুন: সামনে এল OPPO Reno 11 সিরিজের প্রথম ঝলক এবং লঞ্চ ডেট, দেখে নিন ডিজাইন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here