WhatsApp গ্ৰুপে শেয়ার করা আপত্তিকর পোস্টের জন্য জন্য দায়ী নয় অ্যাডমিন – হাইকোর্ট

আজকের দিনে দাঁড়িয়ে WhatsApp ভারতসহ গোটা বিশ্বের মোবাইল ইউজারদের কাছে সবচেয়ে জনপ্রিয় ইনস্ট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপে পরিণত হয়েছে। শুধুমাত্র যুব সমাজ নয়, বর্তমানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সকল বয়সের মানুষ সমান তালে এই অ্যাপ ব‍্যবহার করে চলেছে। অফিস, পরিবার ও বন্ধুবান্ধব প্রভৃতি বিভিন্ন কারণে WhatsApp এ গ্ৰুপ‌ও তৈরি করা হয়। বেশ কিছু সময় আগে এমন একটি ঘটনা ঘটেছিল যেখানে হোয়াটস‌অ্যাপ গ্ৰুপে কোনো মেম্বারের শেয়ার করা আপত্তিকর পোস্টের জন্য গ্ৰুপ অ্যাডমিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবার বোম্বে হাইকোর্ট জানিয়ে দিয়েছে হোয়াটস‌অ্যাপ গ্ৰুপে কোনো মেম্বারের শেয়ার করা ভুল পোস্টের দায় গ্ৰুপ অ্যাডমিন অর্থাৎ গ্ৰুপ তৈরি করা ব‍্যাক্তির নয়।

আরও পড়ুন: iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max এ থাকতে পারে 120Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে

ভুল পোস্টের জন্য দায়ী নয় গ্ৰুপ অ্যাডমিন

আমরা সবাই জানি, WhatsApp এ যে ব‍্যাক্তি গ্ৰুপ তৈরি করে তাকে গ্ৰুপ অ্যাডমিন বলা হয়। গ্ৰুপে অন্য কোনো ব‍্যাক্তিকে যোগ করা বা কাউকে গ্ৰুপ থেকে বের করে দেওয়ার অধিকার এই গ্ৰুপ অ্যাডমিনের হাতেই থাকে। কোনো হোয়াটস‌অ্যাপ গ্ৰুপে মেম্বার যদি কোনো পোস্ট করে তবে সেই পোস্টের সমস্ত দায় সেই পোস্ট করা ব‍্যাক্তির‌ই হয়। অর্থাৎ গ্ৰুপে কোনো আপত্তিকর ফোটো বা ভিডিও শেয়ার করা হলে তার দায় গ্ৰুপ অ্যাডমিনের নয় বরং সেই ফোটো বা ভিডিও পোস্ট করা ব‍্যাক্তিই এর জন্য দায়ী। একটি মামলার শুনানি চলাকালীন বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

কোর্টের রায়

হোয়াটস‌অ্যাপ গ্ৰুপের অ্যাডমিনদের জন্য এই স্বস্তির খবর দিয়েছে বোম্বে হাইকোর্ট। কোর্ট জানিয়েছে, কোনো হোয়াটস‌অ্যাপ গ্ৰুপ তৈরি করা হলে এতে সমস্ত মেম্বাররাই পোস্ট করতে পারে। অবশ্যই অ্যাডমিনদের কাছে অন্য অনেক অধিকার থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য হল যে কন্ট‍্যাক্টকে গ্ৰুপে অ্যাড বা রিমুভ করা। তবে অ্যাডমিনরা গ্রুপে মেম্বারদের পোস্ট করা কোনো কন্টেন্ট রেগুলেট, মডারেট বা সেন্সর করার কোনো ক্ষমতা থাকে না।

আরও পড়ুন: লঞ্চের জন্য প্রস্তুত 5000mAh ব‍্যাটারিযুক্ত সস্তা স্মার্টফোন Realme C20A, জেনে নিন বিশেষত্ব

কি ঘটেছে?

যে মামলার শুনানির সময় কোর্ট রায় দিয়েছে সেটি আসলে 2016 সালের জুলাই মাসের কেস। এই মামলায় এক 33 বছর বয়সী হোয়াটস‌অ্যাপ অ্যাডমিনের বিরুদ্ধে অভিযোগ করা হয়, যা আদালত খারিজ করে দিয়েছে। মামলায় বলা হয়েছে সেই গ্ৰুপের এক গ্ৰুপ মেম্বার সেই গ্ৰুপের‌ই এক মহিলা সদস‍্যের বিরুদ্ধে ভুল পোস্ট করে। এরপর গ্ৰুপ অ্যাডমিন সহ সেই মেম্বারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু এই কেসের শুনানির সময় কোর্ট জানিয়ে দিয়েছে কোনো হোয়াটস‌অ্যাপ গ্ৰুপে আপত্তিকর পোস্টের জন্য গ্ৰুপ অ্যাডমিন নয় বরং সেই মেম্বার‌ই দায়বদ্ধ এবং এই ধরনের ঘটনার জন্য গ্ৰুপ অ্যাডমিনের বিরুদ্ধে অভিযোগ করা যাবে না।

জানিয়ে রাখি কোনো হোয়াটস‌অ্যাপ গ্ৰুপে আপত্তিকর পোস্ট অথবা নিউডিটি বা পর্নোগ্রাফির সঙ্গে জড়িত হোয়াটস‌অ্যাপ গ্ৰুপ মেম্বারকে আইটি অ্যাক্ট, 2000 এর ভিত্তিতে 5 বছরের জন্য কারাদণ্ডে দন্ডিত করা হতে পারে। এই ধরনের ঘটনা সঙ্গে কোনো ব‍্যাক্তির নাম যদি বারবার উঠে আসে সেক্ষেত্রে 7 বছরের জেল ও 10 লক্ষ টাকার জরিমানা করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here