WhatsApp আনতে চলেছে দারুণ ফিচার, চ্যাট এবং গ্রুপে পিন করা যাবে ম্যাসেজ

Highlights

  • ম্যাসেজ পিন ফিচার টেস্ট করছে WhatsApp।
  • পার্সোনাল এবং গ্রুপ চ্যাটে এই ফিচার পাওয়া যাবে।
  • আপাতত সীমিত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের বিটা ইউজারদের জন্য এই ফিচার জারি করা হয়েছে।

WhatsApp তাদের চ্যাটে অবস্থিত কোনো ম্যাসেজ পিন করার ফিচারে কাজ করছে। এই ফিচার নিয়ে কোম্পানি দীর্ঘ দিন ধরেই কাজ করছে এবং বর্তমানে আন্ড্রয়েড প্ল্যাটফর্মের সীমিত সংখ্যক বিটা ইউজারদের জন্য এই ফিচার জারি করা হয়েছে। নাম দেখেই বোঝা যাচ্ছে এই ফিচারের মাধ্যমে কোনো ম্যাসেজ চ্যাটে 30 দিন পর্যন্ত পিন করে রাখা যাবে।

WhatsApp পিন ম্যাসেজ ফিচার

  • এই নতুন ফিচার আন্ড্রয়েড প্ল্যাটফর্মে WhatsApp বিটাতে 2.23.21.4 আপডেটের মাধ্যমে Google Play Store থেকে ডাউনলোড করা যাবে। WABetaInfo এর শেয়ার করা নতুন স্ক্রিনশট অনুযায়ী এখন থেকে চ্যাটে ম্যাসেজ অইন করে রাখা যাবে।
  • একবার কোনো ম্যাসেজ পিন করার পর সেটি চ্যাটে ওপরের দিকে থাকবে যাতে যখন ইচ্ছা সেটি অ্যাক্সেস করা যায়।
  • WhatsApp তাদের পিন করা ম্যাসেজের টাইমিং সিলেক্ট করার অপশনও দেবে। প্রয়োজন অনুযায়ী 24 ঘন্টা, 7 দিন বা 30 দিন পর্যন্ত ম্যাসেজ পিন করে রাখা যাবে।
  • এই ম্যাসেজ আবার যখন ইচ্ছা আনপিনও করা যাবে, যেমনভাবে পিন করা চ্যাট চ্যাটলিস্টের ওপরে থাকে অনেকটা তেমনই। আপাতত এই ফিচার কিছু বিটা ইউজাররাই উপভোগ করছেন।

  • যে কোনো WhatsApp বিটা ইউজার বর্তমানে চেক করে দেখতে পারেন তাদের এই ফিচার দেওয়া হয়েছে কি না। কোনো চ্যাট ওপেন করে একটি ম্যাসেজ হোল্ড করে দেখুন পিন অপশন এসেছে কি না।

এছাড়া রিপোর্ট থেকে জানা গেছে চ্যাটের অ্যাটাচমেন্ট মেনু নতুন করে ডিজাইন করা হচ্ছে। এটি একটি ছোট পেরিব্রত্ন হবে, তবে অ্যাটাচমেন্ট মেনুতে স্কোয়ার শেপের আইকন দেখা যাবে। বর্তমান ডিজাইনের তুলনায় এই পরিবর্তন বেশ সুন্দর দেখতে হবে। নিচের ফটোয় নতুন অ্যাটাচমেন্ট মেনু দেখা যাচ্ছে। এই রিডিজাইনও আপাতত অ্যান্ড্রয়েড বিটা ইউজারদের জন্য পেশ করা হয়েছে।

আগেই বলা হয়েছে দুটি নতুন ফিচারই আপাতত অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের সীমিত সংখ্যক বিটা ইউজারদের জন্য জারি করা হয়েছে। যারা WhatsApp বিটা প্রোগ্রামে রেজিস্টার করেছেন তাঁরা নতুন আপডেট ডাউনলোড করে চেক করতে পারেন, নতুন ফিচার এসেছে কি না। আশা করা হচ্ছে সমস্ত ইউজারদের জন্য এই ফিচার খুব তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here