Highlights
- কলার আইডেন্টিফিকেশন সার্ভিস WhatsApp এও উপলব্ধ হবে।
- এই জন্য Truecaller একটি নতুন সিস্টেম সলিউশন প্রস্তুত করছে।
- খুব শীঘ্রই এই WhatsApp ফিচারটি ভারতেও চালু করা হবে।
WhatsApp এ বিদেশি নম্বর থেকে আসা কল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। +92 দেশের কোডের পাশাপাশি অন্যান্য দেশ থেকেও এমন স্প্যাম কল আসছে যার জন্য ভারতীয় হোয়াটসঅ্যাপ ইউজাররা চিন্তিত। তবে এখন শীঘ্রই ভুয়ো এবং স্প্যাম কলগুলি বন্ধ হতে চলেছে। এর জন্য Meta এর WhatsApp Truecaller-এর সঙ্গে হাত মিলিয়েছে। আরও পড়ুন: আপনিও কি এই নম্বরগুলি থেকে হোয়াটসঅ্যাপে কল পাচ্ছেন? ভুলেও ফোন ধরবেন না!
WhatsApp এবং Truecaller-এর মধ্যে ডিল হচ্ছে
নতুন পার্টনারশিপের অধীনে Truecaller-এর কলার আইডেন্টিফিকেশন সার্ভিস WhatsApp ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ প্ল্যাটফর্মে উপলব্ধ করা হবে। Truecaller এর CEO Alan Mamedi এর তরফ থেকে তথ্য সামনে এসেছে যে কোম্পানি এমন একটি কাঠামো তৈরি করছে যা WhatsApp কল লগের সাথেও সংযুক্ত থাকবে। এর Beta টেস্টিং মে-জুন মাসে শুরু হবে। এই সার্ভিস লাইভ হলে WhatsApp এর মাধ্যমে করা কলগুলিরও আইডেন্টিফিকেশন সম্ভব হবে। আরও পড়ুন: ডিজাইন এবং স্পেসিফিকেশনসহ TENAA-তে তালিকাভুক্ত হয়েছে Vivo X90S স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস
WhatsApp এ Truecaller যুক্ত হলে এইসব সুবিধা পাওয়া যাবে
- WhatsApp এ আসা প্রতিটি ইনকামিং কল কার মাধ্যমে করা হচ্ছে তা শনাক্ত করা যাবে।
- কলারের পরিচয় আগে থেকেই ইউজারদের স্ক্রিনে প্রদর্শিত হবে৷
- বিদেশি নম্বর থেকে আসা কলগুলি কোন দেশ থেকে করা হচ্ছে তা জানা যাবে।
- কল তোলার আগেই ইউজাররা জানতে পারবেন সেটা স্প্যাম কল কিনা।
- কলার আইডেন্টিফিকেশনের মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে করা ফোন কলগুলি আগে থেকেই ধরে ফেলা যাবে।
- ব্যবসার জন্য করা প্রচারমূলক কলগুলি সনাক্ত করাও সম্ভব হবে।
- এই সার্ভিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে করা ভুয়া কল ও মেসেজ শনাক্ত করা যাবে।
- ফোন কলের পাশাপাশি Truecaller এবং WhatsApp এর পার্টনারশিপের পরে অজানা মেসেজগুলির পরিচয়ও জানা যাবে।
হোয়াটসঅ্যাপ স্প্যাম কলের সংখ্যা বাড়ছে
Truecaller এর CEO Alum Mamedi এর মতে ভারতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্প্যাম কলের তীব্র বৃদ্ধি ঘটেছে। ইন্টারনেটের মাধ্যমে করা ভুয়ো কলের সংখ্যা বেড়েছে এবং এগুলো বন্ধ করা একান্ত প্রয়োজন। আজকাল আন্তর্জাতিক নম্বরগুলি থেকে আসা হোয়াটসঅ্যাপ কলগুলিও বেড়েছে এবং এর মধ্যে পাকিস্তানের +92 দেশের কোড, ইন্দোনেশিয়ার +62 দেশের কোড, ভিয়েতনামের +84 দেশের কোড এবং মালির +223 দেশের কোড অন্তর্ভুক্ত রয়েছে। আরও পড়ুন: Nokia লঞ্চ করল তিনটি নতুন ফিচার ফোন, সিঙ্গেল চার্জে ব্যাটারি চলবে কয়েক সপ্তাহ
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন