WhatsApp-এ এবার নিজের সঙ্গে করুন চ্যাট, জেনে নিন কিভাবে কাজ করে Message Yourself ফিচার

WhatsApp তাদের ইউজারদের এক্সপেরিয়েন্স আরও উন্নত করে তোলার জন্য একটি নতুন সুন্দর ফিচার নিয়ে এসেছে। কোম্পানির এই নতুন ফিচার ‘Message Yourself’ নামে পেশ করা হয়েছে। এই ফিচারের সাহায্যে ইউজাররা নিজের সঙ্গে ম্যাসেজ করতে পারবেন। WhatsApp system এর এই নতুন ইউনিক ফিচার সম্পর্কে বিগত সময়ে রিপোর্ট থেকে জানা গিয়েছিল কোম্পানি এই ফিচারের beta ট্রায়াল করছিল। তবে এবার কোম্পানি অফিসিয়ালি Android এবং iOS versions এর জন্য এই ফিচারটি পেশ করেছে। আরও পড়ুন: 60MP Selfie এবং 108MP রেয়ার ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল এই দুর্দান্ত স্মার্টফোন, পাওয়া যায় 13GB RAM এর ক্ষমতা

কিভাবে কাজ করে Message Yourself ফিচার?

আগের রিপোর্ট থেকেই জানা গিয়েছিল যখন ইউজাররা মোবাইল ডিভাইসে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করার চেষ্টা করবেন তখন তাঁরা তাদের কন্ট্যাক্ট লিস্টের টপে নিজের নাম দেখতে পাবেন। এখানে নিজের কন্ট্যাক্টে ট্যাপ করে চ্যাট করা যাবে। অর্থাৎ ইউজাররা এখান থেকে নিজেকে ম্যাসেজ করতে পারবেন। এই চ্যাট শুধু ইউজার নিজেই দেখতে পারবেন।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের মাধ্যমে ইউজাররা To-do লিস্ট, শপিং লিস্ট, নোটস প্রভৃতি লিখে রাখতে পারবেন। এছাড়াও প্রয়োজনীয় নোটস, রিমাইন্ডার এবং আপডেট মনে রাখার জন্যও এর ব্যাবহার করা যাবে। এই ফিচার ব্যাবহার করে খুব সহজেই ল্যাপটপ, মোবাইল এবং ট্যাবলেটের মধ্যে ফটো, ভিডিও এবং অন্যান্য ফাইল ও ডেটা শেয়ার করা যায়। সবচেয়ে বড় কথা এই ফিচার Android এবং iOS উভয় ইউজারদের জন্য জারি করা হয়েছে। এখনই এই ফিচার সব ইউজাররা না পেলেও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ইউজাররা বর্তমানে তাদের হোয়াটসঅ্যাপ আপডেট করে এই ফিচার এসেছে কি না দেখতে পারেন। আরও পড়ুন: মাত্র 3166 টাকার কিস্তিতে পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Motorola এর এই স্মার্টফোন

এর বাইরেও হোয়াটসঅ্যাপের এই ফিচার বিভিন্ন ভাবে ব্যাবহার করা যায়। যেমন নোটস রাখা বা পরে ব্যাবহারের জন্য কোনো লিঙ্ক বুকমার্ক করে রাখা যেতে পারে। আগে দরকার হলেও এখন থেকে আর এইসব কাজের জন্য অন্য কোনো অ্যাপের দরকার হবে না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here