Xiaomi 15 ফোনটি লঞ্চ হয়ে গেছে। এই ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ প্রথম স্মার্টফোন। আপাতত ফোনটি চীনের বাজারে পেশ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে ভারতেও সেল করা হবে। এই ফোনটি 2024 মাসে ভারতে লঞ্চ করা Xiaomi 14 ফোনের আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হয়েছে। এই পোস্টে শাওমি 14 ও শাওমি 15 ফোনের মধ্যে কি পার্থক্য আছে এবং নতুন Xiaomi 15 পুরনো Xiaomi 14 ফোনটির চেয়ে কতটা অ্যাডভান্স বিস্তারিত তুলনা করে দেখানো হল।
ডিসপ্লে
Xiaomi 15 ফোনে 2670 × 1200 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.36-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 3200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনের জন্য কোম্পানি কাস্টমাইজ M9 luminous ম্যাটেরিয়াল ব্যাবহার করেছে।
Xiaomi 14 ফোনে 2670 x 1200 রেজোলিউশন সহ 6.36 ইঞ্চির পাঞ্চ হোল OLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 3000nits ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে।
প্রসেসর
Xiaomi 15 ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ বিশ্বের প্রথম স্মার্টফোন। এই প্রসেসর 3nm ফেব্রিকেশন এবং 64bit আর্কিটেকচারে তৈরি 4.32GHz ক্লক স্পীডযুক্ত Orion CPU। এই প্রসেসর অন ডিভাইস জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মাল্টি মডেল AI ক্যাপাবিলিটি রয়েছে।
Xiaomi 14 ফোনে 4nm ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনটি এই প্রসেসর সহ লঞ্চ হওয়া বিশ্বের প্রথম স্মার্টফোন ছিল। এই প্রসেসর 3.3GHz ক্লক স্পীডে রান করে এবং গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 750 জিপিইউ রয়েছে।
স্টোরেজ
Xiaomi 15 ফোনটি চীনে মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB Storage এবং টপ মডেলে 16GB RAM + 1TB Storage দেওয়া হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনটির দাম প্রায় 52,900 টাকা থেকে শুরু হয়ে প্রায় 65 হাজার টাকা পর্যন্ত।
Xiaomi 14 ফোনটি ভারতে সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। 12GB RAM + 512GB Storage সহ এই ফোনটি 69,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। জানিয়ে রাখি বর্তমানে এই ফোনটি 10 হাজার টাকা সস্তায় অর্থাৎ 59,999 টাকা দামে সেল করা হয়।
ক্যামেরা
Xiaomi 15 ফোনে ট্রিপল Leica ক্যামেরা যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.62 অ্যাপার্চারযুক্ত 50MP (LYT 900) OIS প্রাইমারি সেন্সর, 50MP (Samsung S5KJN1) আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP (Samsung S5KJN5) টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে 32MP Selfie OmniVision OV32B40 সেন্সর রয়েছে।
Xiaomi 14 ফোনেও ট্রিপল Leica ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এই ফোনেও সেলফির জন্য 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি
Xiaomi 15 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 90W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,400mAh দেওয়া হয়েছে। এই ফোনে Surge G1 Battery Management Chip এবং Surge P3 ফাস্ট চার্জিং চিপ যোগ করা হয়েছে। এর সাহায্যে ফোনের বাত্তীর্য হেল্থ সুরক্ষিত এবং মেনটেইন রাখা যাবে। একইসঙ্গে চার্জিঙের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 14 ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সহ 4,610mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনের ব্যাটারি 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।