Xiaomi শীঘ্রই লঞ্চ করবে ফুল ডিসপ্লে স্মার্টফোন, সেলফি ও রেয়ার ক‍্যামেরার জন্য পাওয়া যাবে অনবদ্য ডিজাইন

শাওমি বর্তমানে তিনটি নতুন স্মার্টফোনে কাজ করছে। কোম্পানির পক্ষ থেকে এই তিনটি ফোনের ডিজাইন চাইনা ন‍্যাশানাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন (CNIPA) তে পেটেন্ট ফাইল করেছে। আমরা শাওমির এই তিনটি ফোনের পেটেন্ট স্পট করেছি। শাওমির এই আপকামিং তিনটি ফোনের মধ্যে দুটি ফোন স্লাইডার মেকানিজম ও একটি রোটেটিং পপ আপ ক‍্যামেরা সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। এমনকি এই ফোনে ফুল স্ক্রিন এক্সপেরিয়েন্সের জন্য পাঞ্চ হোল কাট‌আউট বা নচ কিছুই দেওয়া হবে না। আমরা এই পোস্টে শাওমির আপকামিং স্মার্টফোনের ডিজাইন পেটেন্ট সম্পর্কে আলোচনা করব।

কোম্পানির আগামী তিনটি ফোনের মধ্যে প্রথম স্মার্টফোনে স্লাইডার প‍্যানেল দেওয়া হয়েছে যা স্মার্টফোনের ডানদিক থেকে স্লাইড হয়ে খোলে। এই স্লাইডারের মধ্যে সেলফির জন্য ট্রিপল ক‍্যামেরা সেট‌আপ ও ফোটোগ্রাফির জন্য কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে। অর্থাৎ শাওমির এই স্মার্টফোনে মোট সাতটি ক‍্যামেরা সেন্সর পাওয়া যাবে। গেমিং ও ভিডিও দেখার সময় এই ফোনে ফুল ডিসপ্লে এক্সপেরিয়েন্স উপভোগ করা যাবে।

এই লিস্টের দ্বিতীয় স্লাইডার ডিজাইনযুক্ত ফোনটি অনেকটা Mi Mix 3 এর মতো। এই ফোনের স্ক্রিন নিচের দিকে স্লাইড করলে ফ্রন্ট ক‍্যামেরা দেখা যাবে। মনে করা হচ্ছে এতে ম‍্যানুয়াল স্লাইডিং দেওয়া হবে। এই ফোনের ক‍্যামেরা খোলার পর ক‍্যামেরা অ্যাপ নিজে থেকেই ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পেটেন্ট ফাইলে ফোনের ফ্রন্ট প‍্যানেলে তিনটি কাট‌আউট এবং এর মধ্যে একটি বড় ক‍্যামেরা সেন্সর দেখা গেছে। এর সঙ্গে দুটি রেগুলার সেন্সর থাকবে। আবার এর মধ্যে একটি এল‌ইডি ফ্ল‍্যাশ‌ও হতে পারে। এই দ্বিতীয় ফোনটির পেটেন্টে রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেখা যায়নি।

শাওমির ফাইল করা তৃতীয় পেটেন্ট দেখে মনে করা হচ্ছে এতে পপ আপ ক‍্যামেরা মেকানিজম দেওয়া হতে পারে। এই ফোনেও ফুল ডিসপ্লে এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এই ফোনে হরাইজন্টালি অবস্থিত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই সেট‌আপের মাঝের দুটি সেন্সর পপ আপ মেকানিজমযুক্ত এবং এই সেন্সর দুটিই সেলফি ক‍্যামেরার কাজ করবে। আপাতত কোম্পানির এই তিনটি ফোনের পেটেন্ট ফাইল ছাড়া অন্য কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here