ভারতে আসছে Xiaomi Mi 10T Pro, জানা গেছে স্পেসিফিকেশন, দাম হবে 35000 টাকার কাছাকাছি

Xiaomi ভারতে তাদের ‘মি 10’ সিরিজ লঞ্চ করতে চলেছে এবং এই সিরিজে Mi 10T এবং Mi 10T Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। গত সপ্তাহে একটি লিকের মাধ্যমে Mi 10T Pro ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন পাওয়া গিয়েছিল, যার ফলে জানা যায় যে এটি একটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন হবে। এবার একটি নতুন লিকের মাধ্যমে ফোনটির দাম সম্পর্কে জানা গেছে।

আরও পড়ুন: Samsung-Realme কে পেছনে ফেলে Xiaomi আনতে চলেছে অদৃশ্য ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, জেনে নিন কবে হবে লঞ্চ

বিখ্যাত টিপস্টার ঈশান অগ্ৰবাল Xiaomi Mi 10T Pro সম্পর্কে এই লিক শেয়ার করেছেন। লিকে বলা হয়েছে শাওমি মি 10টি সিরিজের দাম 35,000 টাকার কাছাকাছি হবে। তবে লিকে স্পষ্ট করে জানানো হয়নি এই দাম Mi 10T ফোনটির হবে নাকি Mi 10T Pro এর। রিপোর্ট দেখে মনে করা হচ্ছে এই দাম Mi 10T Pro এর হবে। এই দাম  এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম ফোনের হবে এবং সিরিজের অন‍্যান‍্য ফোনগুলির দাম এর থেকে কম হবে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত Mi 10T Pro এর ছবি ও স্পেসিফিকেশন ইতিমধ্যে ইন্টারনেটে লিক হয়ে গেছে।

অসাধারণ ক‍্যামেরা

Xiaomi Mi 10T Pro এর ফোটোয় ফোনটির ক‍্যামেরা সেট‌আপ অনেকটা গিম্বলের মতো স্টেবিলাইজেশন টেকনিকের সঙ্গে লঞ্চ হ‌ওয়া Vivo X50 Pro এর মতো দেখতে। মনে করা হচ্ছে এই আগামী ফোনে এই ধরনের ফিচার যোগ করা হবে। আবার লিক অনুযায়ী এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকবে। অন‍্যদিকে Xiaomi Mi 10T তে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর থাকতে পারে।

আরও পড়ুন: Airtel ও Vodafone কে পিছনে ফেলে এগিয়ে Jio, জেনে নিন কিভাবে জিওর হল 36 লক্ষ লাভ

প্রসেসর

লিক অনুযায়ী Xiaomi Mi 10T এবং Mi 10T Pro ফোনদুটি কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী চিপসেট স্ন‍্যাপড্রাগন 865+ SoC এর সঙ্গে লঞ্চ করা হবে। এই চিপসেটের দৌলতে এই ফোনে 5জি কানেক্টিভিটিও পাওয়া যাবে। লিক থেকে জানা গেছে Xiaomi Mi 10T তে 8 জিবি র‍্যাম দেওয়া হয়েছে। তবে এই কথা অস্বীকার করা যায় না যে ফোনদুটি একাধিক ভেরিয়েন্টে এবং এর চেয়েও বেশি র‍্যামের সঙ্গে পেশ করা হতে পারে।

144Hz যুক্ত ডিসপ্লে

শোনা যাচ্ছে Xiaomi Mi 10T Pro তে এলসিডি প‍্যানেলে তৈরি 144 হার্টস রিফ্রেসরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে। প্রসঙ্গত কিছু দিন আগে লঞ্চ করা Mi 10 Ultra তে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছিল। তবে এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলেও Mi 10T Pro তে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Samsung এর উপহার, আবার কমল 5000mAh ব‍্যাটারীযুক্ত Galaxy A21s এর দাম, জেনে নিন নতুন দাম

5,000mAh ব‍্যাটারী

Mi 10T Pro তে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে। জানিয়ে রাখি কোম্পানি তাদের Mi 10 Ultra তে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যোগ করেছে যা 50 ওয়াট ফাস্ট ওয়ারলেস চার্জিংও সাপোর্ট করে। এই ফোনে 10 ওয়াট স্পীডে কাজ করা রিভার্স ওয়ারলেস চার্জিং ফিচার দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে Xiaomi Mi 10T Pro তেও ওয়ারলেস চার্জিং ফিচার থাকবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে Xiaomi Mi 10T এবং Mi 10T Pro এর সঠিক স্পেসিফিকেশন জানার জন্য ফোনদুটির লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here