Xiaomi 21 আগস্ট ভারতে লঞ্চ করবে 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,030 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Mi A3

Xiaomi গত মাসে আন্তর্জাতিক স্তরে তাদের ফোনের সংখ্যা বাড়িয়ে তাদের নতুন ডিভাইস Mi A3 লঞ্চ করেছিল। এই ফোনটি স্পেনে লঞ্চ করা হয়েছিল যা এখন ভারতে আসার জন্য প্রস্তুত। Xiaomi India তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভারতে Mi A3 এর লঞ্চ সম্পর্কে টিজ করেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে আগামী 21 আগস্ট শাওমির পক্ষ থেকে ভারতে একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের নতুন স্মার্টফোন Mi A3 ভারতে লঞ্চ করে দেবে।

হাত মেলালো Samsung ও Xiaomi, নিয়ে এলো 108 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সর টেকনোলজি

শাওমি তাদের ভারতীয় ওয়েবসাইটে Mi A3 এর প্রোডাক্ট পেজ‌ও বানিয়ে দিয়েছে। এই পেজে প্রোডাক্ট লঞ্চের ডেটসহ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। Mi A3 21 আগস্ট ভারতে লঞ্চ করা হবে। শাওমি Mi A3 এর প্রোডাক্ট পেজে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ ও এআই সেলফি ক‍্যামেরার সঙ্গে Mi A3 এর ডিসপ্লে ও ব‍্যাটারী এবং ফোনের অ্যান্ড্রয়েড ওয়ান অপারেটিং সিস্টেমের কথা উল্লেখ করেছে। তবে ভারতে Mi A3 এর দাম কত হবে এবং কবে থেকে Mi A3 সেল করা হবে তা জানার জন্য 21 আগস্টের জন্য অপেক্ষা করা হচ্ছে

লুক
এক ঝলক দেখার পর ফোনটি লুক ও ডিজাইনের দিক থেকে অনেকটা Redmi Note 7 Pro বলে মনে হতে পারে। এতে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপরের দিকে ছোট “ইউ” শেপের নচ আছে। ফোনটির তিনদিক বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

4,880 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লিস্টেড হলো Vivo এর নতুন ফোন, জানা গেছে স্পেসিফিকেশন

Mi A3 এর ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে এবং এর নিচে ক‍্যামেরা এআই মেগাপিক্সেল লেখা আছে। Mi A3 এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে Xiaomi এর ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনটির নিচের প‍্যানেলে স্পীকার গ্ৰিলের সঙ্গে ইউএসবি পোর্ট আছে। Mi A3 এর ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন আছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত।

স্পেসিফিকেশন
Mi A3 ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.088 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লেসহ পেশ করা হয়েছে। কোম্পানি এই ডিসপ্লের নাম রেখেছে ড্রপনচ ডিসপ্লে এবং এটি কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Mi A3 অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টসের ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।

32 এমপি সেলফি ক‍্যামেরার সঙ্গে 23 আগস্ট আসতে চলেছে Xiaomi Mi A3, জেনে নিন এর ফিচার

Xiaomi Mi A3 কোম্পানির পক্ষ থেকে 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা স্পেনে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরিযুক্ত দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। দুটি ভেরিয়েন্টেই মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে ফোনের মেমরি 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। উন্নত গ্ৰাফিক্সের জন্য Xiaomi Mi A3 তে অ্যাড্রিনো 610 জিপিইউ আছে। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

ফোটোগ্ৰাফির জন্য Xiaomi Mi A3 এর ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সোনী সেন্সর আছে। এছাড়াও শাওমির এই নতুন ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Xiaomi Mi A3 তে কুইক চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,030 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

1 জিবিপিএস আল্ট্রা স্পীডের সঙ্গে লঞ্চ হলো জিও গিগাফাইবার, সঙ্গে টিভি ফ্রি, 5 সেপ্টেম্বর থেকে শুরু হবে বুকিং

দাম
স্পেনে Mi A3 এর 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 249 ইউরো এবং 4 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 279 ইউরো দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 19,000 টাকা এবং 21,500 টাকার সমান। আশা করা হচ্ছে ভারতেও ফোনটির দুটি ভেরিয়েন্ট‌ই লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here