ভারতে লঞ্চ হল মোটো জি7 ও মোটোরোলা ওয়ান, জেনে নিন এর দাম ও স্পেসিফিকেশন

মোটোরোলা কিছু দিন আগে আন্তর্জাতিক বাজারে তাদের মোটো জি7 সিরিজ পেশ করে চারটি অসাধারণ ফোন মোটো জি7, মোটো জি7 প্লে, মোটো জি7 প্লাস ও মোটো জি7 পাওয়ার লঞ্চ করে। এর মধ্যে মোটো জি7 পাওয়ারের সেল অনেক আগেই ভারতে শুরু হয়ে গেছে। আজ কোম্পানি ভারতীয় ফ‍্যানদের খুশি করতে এই সিরিজের‌ই আরেকটি স্মার্টফোন মোটো জি7 ভারতে লঞ্চ করে। মোটো জি7 এর সঙ্গে কোম্পানি তাদের নতুন আন্ড্রয়েড ওয়ানযুক্ত স্মার্টফোন মোটো ওয়ান‌ও ভারতে পেশ করেছে। চলুন জেনে নেওয়া যাক মোটোরোলার এই দুর্দান্ত ফোনদুটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।

শাওমি রেডমি 7 লঞ্চ, এতে আছে 4,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশন

মোটো জি7
মোটো জি7 ফোনটি কোম্পানি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত “ইউ” শেপের ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করেছে। এই ফোনে 2270 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.2 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে আছে যা গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। কোম্পানির পক্ষ থেকে মোটো জি7 এ অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাই দেওয়া হয়েছে যা 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে।

কোম্পানি মোটো জি7 এ 4 জিবি র‍্যাম দিয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য মোটো জি7 এ ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এক্সক্লুসিভ : 2019 সালে ভিভো করছে বড় প্ল‍্যান, ওয়াই3, ওয়াই5, এস1 ও আইকিউ সহ বেশ কিছু নতুন ডিভাইস হবে লঞ্চ

মোটো জি7 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। কোম্পানি ফোনটিকে জল ও ধূলোর থেকে বাঁচাতে এটিকে আইপি রেটেড করেছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য মোটো জি7 এ টার্বো চার্জার টেকনিকযুক্ত 3,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

মোটোরোলা ওয়ান
নাম থেকেই বোঝা যায় মোটোরোলা ওয়ান একটি অ্যান্ড্রয়েড ওয়ানযুক্ত স্মার্টফোন। অ্যান্ড্রয়েড ওয়ান থাকার দৌলতে এই ফোনটি অ্যান্ড্রয়েডের সমস্ত আপডেট সবার আগে পাবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড কিউ সেল‌আউট হ‌ওয়ার পর সেই ওএসে আপডেট হ‌ওয়া স্মার্টফোনগুলির মধ্যে মোটোরোলা ওয়ান একটি। এই ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ম‍্যাক্স ভিশন ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যার ওপরের দিকে রেগুলার নচ দেওয়া হয়েছে। এতে 2.5ডি গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড 5.9 ইঞ্চির এইচডি+ স্ক্রিন আছে।

শাওমির 10টি স্মার্টফোন পারে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না

মোটোরোলা ইন্ডিয়ার পক্ষ থেকে মোটোরোলা ওয়ান 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। এতে 64 জিবি ইন্টারনাল মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 8.1 অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 625 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য মোটোরোলা ওয়ানে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এতেও ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য মোটোরোলা ওয়ানে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড মোটোরোলার লোগো আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি জে8 এর দাম কমল 4,000 টাকা, জেনে নিন নতুন দাম

দাম ও সেল
মোটো জি7 ভারতে 16,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের সঙ্গে অফলাইন রিটেইল স্টোরে আজ থেকেই সেল শুরু হয়ে গেছে। মোটো জি7 সেরামিক ব্ল‍্যাক ও ক্লিয়ন হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

মোটোরোলা ওয়ানের দাম 13,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটিও শপিং সাইট ফ্লিপকার্টের সঙ্গে অফলাইন রিটেইল স্টোরে সেল করা হচ্ছে। এই ফোনটিও সেরামিক ব্ল‍্যাক ও ক্লিয়ন হোয়াইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করূন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here