শাওমি কিছু দিন আগে ভারতে রেডমি নোট 7 ও রেডমি নোট 7 প্রো লঞ্চ করে। এই দুটি স্মার্টফোনই ভারতে যথেষ্ট সফলতা অর্জন করেছে। ভারতের আগে রেডমি নোট 7 প্রো চীনে লঞ্চ করা হয়েছে যা সেখানেও সফলতার একাধিক রেকর্ড বানিয়েছে। আজ কোম্পানি আন্তর্জাতিক মঞ্চে রেডমি নোট 7 লঞ্চ করে দিল। শাওমির পক্ষ থেকে আপাতত রেডমি 7 শুধুমাত্র চীনে লঞ্চ করা হয়েছে যা খুব তাড়াতাড়ি অন্যান্য মার্কেটে সেল করা হবে।
রেডমি 7 লুক
রেডমি 7 ফোনটিও শাওমি রেডমি নোট 7 এর মতো ডট ড্রপ নচের সঙ্গে পেশ করেছে। ফোনের তিন দিকে হালকা বেজল আছে এবং নিচের দিকে অপেক্ষাকৃত চওড়া বডি পার্ট আছে। ডিসপ্লের ওপর নচেই সেলফি ক্যামেরা আছে। রেডমি 7 এর ফ্রন্ট ও ব্যাক উভয় প্যানেলে গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। ব্যাক প্যানেলে বাঁ দিকে ভার্টিক্যাল শেপে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার ঠিক নিচে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ডান দিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। বাঁ দিকের প্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে। নিচের প্যানেলে আছে ইউএসবি পোর্ট।
রেডমি 7 এর স্পেসিফিকেশন
রেডমি 7 এ 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 1520 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.26 ইঞ্চির এইচডি+ টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিন প্রোটেকশনের জন্য এতে কর্নিঙ গোরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে। রেডমি 7 অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে মিইউআই 10 সহ লঞ্চ করা হয়েছে যা 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 632 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 506 জিপিইউ দেওয়া হয়েছে।
শাওমির 10টি স্মার্টফোন পারে অ্যান্ড্রয়েড 9 পাইয়ের আপডেট, জেনে নিন আপনার ফোন এই লিস্টে আছে কি না
চীনে রেডমি 7 এর তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে যা 2 জিবি র্যামের সঙ্গে 16 জিবি মেমরি, 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি ও 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরি সাপোর্ট করে। তিনটি ভেরিয়েন্টের মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব। ফোটোগ্ৰাফির জন্য রেডমি 7 এ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিঙের জন্য ফোনটির নচে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
রেডমি 7 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে। এতে 3.5 এমএম অডিও জ্যাক আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 4,000 এমএএইচ ব্যাটারী আছে। চীনে আগামী 26 মার্চ থেকে রেডমি 7 ব্লু, রেড ও ব্ল্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
স্যামসাং গ্যালাক্সি জে8 এর দাম কমল 4,000 টাকা, জেনে নিন নতুন দাম
রেডমি 7 এর দাম
2 জিবি র্যাম ও 16 জিবি মেমরি = 699 ইউয়ান (7,150 টাকা)
3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি = 799 ইউয়ান (8,200 টাকা)
4 জিবি র্যাম ও 64 জিবি মেমরি = 999 ইউয়ান (10,200 টাকা)
রেডমি নোট 7 প্রো
রেডমি 7 এর সঙ্গে শাওমি চীনে রেডমি নোট 7 প্রোও লঞ্চ করেছে। চীনে এই ফোনটি 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডট নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। চীনে রেডমি নোট 7 প্রো 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হয়েছে যা কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের সোনী আইএমএক্স586 প্রাইমারি সেন্সর ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
হিন্দিতে পড়ার জন্য এখানে ক্লিক করুন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করূন