শাওমি মি8 লাইট লঞ্চ, এতে আছে নচ ডিসপ্লে, ডুয়েল ক‍্যামেরা, 24 এমপি ফ্রন্ট ক‍্যামেরা ও 128 জিবি মেমরি

বিখ্যাত মোবাইল ফোন নির্মাতা শাওমি আজ মি8 সিরিজে একটি নতুন ফোন লঞ্চ করেছে। প্রথমে খবর ছিল একে শাওমি মি8 ইউথ নামে লঞ্চ করা হবে কিন্তু কোম্পানি একে মি8 লাইট নাম দেওয়া হয়েছে। এই ফোনের ফোটোগ্ৰাফ কোম্পানি আগেই শেয়ার করেছে এবং দাম জানিয়ে দিয়েছিল। আজ নতুন কালার ভেরিয়েন্টসহ ফোনের স্পেসিফিকেশন ও দাম প্রকাশ করা হয়েছে। শাওমি মি8 লাইট চীনে লঞ্চ করা হয়েছে।

শাওমি মি8 লাইট ফোনটি কোম্পানি গ্লাস বডি ডিজাইনে পেশ করা হয়েছে যা গ্ৰেডিয়ান কালারে পাওয়া যায়। এই ফোনের অন্য একটি বিশেষত্ব হল এই ফোনটি আজকের লেটেস্ট ট্রেন্ড নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এর ফোনের নচে সেলফি ক‍্যামেরা, সেন্সর ও ইয়ারপিস দেখা গেছে‌। কোম্পানি একে 6.26 ইঞ্চির বড় স্ক্রিনের সঙ্গে পেশ করা হয়েছে এবং এর রেজলিউশন 1080 × 2280 পিক্সেল। এতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 2.5ডি কার্ভড গ্লাসের ব‍্যবহার করা হয়েছে।

শাওমি মি8 লাইট কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে কাজ করে ও এতে 2.0 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোন তিনটি মেমরি ভেরিয়েন্টে পাওয়া যাবে যা 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টে পাওয়া যায়। প্রত্যেকটি ভেরিয়েন্টে মেমরি কার্ড সাপোর্ট করে।

ফোটোগ্ৰাফির দিক থেকেও ফোনটি যথেষ্ট অ্যাডভান্স। কোম্পানি এতে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে। এর একটি সেন্সর 12 মেগাপিক্সেলের ও অপরটি 5 মেগাপিক্সেলের। সেলফির জন্য এতে 24.8 মেগাপিক্সেল ক‍্যামেরা যোগ করা হয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিওযুক্ত এবং এতে মিইউআই এর লেয়ার দেখা যাবে। মি8 লাইট একটি ডুয়েল সিম ফোন এবং এর দুটি স্লটেই 4জি ব‍্যবহার করি যাবে। এতে ভোএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি, জিপিএস ও গ্লোনেসের মত অসশন দেখা যাবে। সিকিউরিটির জন্য এতে ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,350 এম‌এএইচ ব‍্যাটারী আছে।

চীনে মি8 লাইট ফোনটির প্রাথমিক দাম 1,399 ইউয়ান যার ভারতীয় দাম প্রায় 14,800 টাকা। ফোনটি ব্ল‍্যাক,।ব্লু-ভায়োলেট গ্ৰেডিয়েন্ট ও পার্পল-গোল্ড গ্ৰেডিয়েন্ট কালার ভেরিয়েন্টে পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here