Xiaomi দিলো বড়ো ঝাটকা, 4000 টাকা পর্যন্ত দাম বাড়ালো MI TV আর Redmi TV, একসাথে 9 মডেলের দাম বাড়লো

Xiaomi এর ইন্ডিয়ান মার্কেটে হিট হ‌ওয়ার সবচেয়ে বড়ো কারন হলো এই কোম্পানির কম দামে জিনিস বিক্রি করা। শাওমি ভারতে নিজের স্মার্টফোন, স্মার্ট টিভি আর অন‍্যান‍্য প্রোডাক্ট ন‍্যায‍্য দামে পেশ করেছিল আর এই কারনেই ইন্ডিয়ান ইউজার্সদের মাঝে দ্রুত প্রসিদ্ধ হয়েছিল। শাওমি আজকে ভারতেও নাম্বার ওয়ান স্মার্টফোন ব্র‍্যান্ড তৈরি হয়ে গেছে কিন্তু কোম্পানির প্রোডাক্টের দাম বাড়ানো চলতি দিনে শাওমি ফ‍্যানদের অসন্তুষ্ট হ‌ওয়ার কারন হয়ে উঠছে। বিগত দিনে যেখানে শাওমি নিজের কিছু স্মার্টফোন মডেলের দাম বাড়িয়েছে আবার কোম্পানি MI TV এর দাম বাড়িয়ে ইউজার্সদের বড়ো ঝাটকা দিয়েছে।

শাওমির পক্ষ থেকে ভারতে স্মার্ট টেলিভিশনের দাম বৃদ্ধি করা হয়েছে। কোম্পানি একসাথে সরাসরি 9 টি স্মার্টটিভি মডেলের দাম বাড়িয়ে দিয়েছে আর আগের তুলনায় Smart TV এখন 4,000 টাকা বেশি দামি হয়ে গেছে। শাওমির পক্ষ থেকে বাড়ানো দামে 6টি মডেল যেখানে Mi TV এর আবার অন‍্যদিকে 3টি মডেল Redmi TV এর আছে। এই দাম বৃদ্ধির পরে কোম্পানির সবচেয়ে সস্তা স্মার্টটিভির দাম বেড়ে 16,999 টাকা হয়ে গেছে এবং ব্র‍্যান্ডের ফ্ল‍্যাগশিপ স্মার্টটিভির দাম বেড়ে 62,999 টাকা হয়ে গেছে।

এই Mi TV হলো দামি

দামি হ‌ওয়া স্মার্ট টেলিভিশনের কথা বললে শাওমি Mi TV 4A (32″) আর MI TV 4A (40″) মডেলের দাম 1,000 টাকা বাড়িয়েছে যার পরে 15,999 টাকার মডেল 16,999 টাকা এবং 22,999 টাকার মডেল 23,999 টাকা হয়ে গেছে। এইভাবেই Mi TV 4C (32″) এর দাম‌ও 15,999 টাকা থেকে বেড়ে 16,999 টাকা হয়ে গেছে।

Xiaomi Mi TV HZ (32″) মডেলের দামে 1,500 টাকা বাড়িয়েছে যার পরে এই টিভির দাম বেড়ে 15,999 টাকা থেকে বেড়ে 17,499 টাকা হয়ে গেছে। এইভাবেই কোম্পানির Mi TV 4X (55″) যা আগে 43,999 টাকায় বিক্রি হতো, সেটি কেনার জন্য এখন 44,999 টাকা দিতে হবে। শাওমির সবচেয়ে বেশি দাম Mi TV 4X (50″) মডেলের বেড়েছে। এই টিভি মডেলটি এখন 4,000 টাকা দামি হয়ে গেছে। দাম বাড়ার আগে যেখানে এই টিভিকে 34,999 টাকায় কেনা যেতো আবার এখন এই মডেলের জন্য 38,999 টাকা দিতে হবে।

Redmi TV এর‌ও দাম বাড়লো

কোম্পানির পক্ষ থেকে Redmi 50 ইঞ্চি মডেলের দামে 2,000 টাকা বাড়ানো হয়েছে যার পরে টিভির দাম 36,999 টাকা থেকে বেড়ে 38,999 টাকা হয়ে গেছে। এইভাবেই Redmi 55 মডেলের দাম 3,000 টাকা বেড়ে 42,999 টাকা থেকে 45,999 টাকা হয়ে গেছে। আবার Redmi 65 ইঞ্চি মডেলের দাম‌ও 3,000 টাকা বাড়ানো হয়েছে কোম্পানির পক্ষ থেকে 59,999 টাকার বদলে 62,999 টাকা করে দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here