ভারতে Redmi Note 10 সিরিজ লঞ্চের আগে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য, শীঘ্রই টেক মঞ্চে হবে লঞ্চ

আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে চীনের সঙ্গে ভারতেও Redmi Note 10 ও Redmi Note 10 Pro স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত শাওমি ফোনদুটির লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। তবে, রেডমির জেনারেল ম্যানেজার Lu Weibing কয়েক দিন আগে এই সিরিজের চীনে লঞ্চ টীজ করেছেন। আবার, বেশ কিছু দিন আগে আমরা এক্সক্লুসিভ রিপোর্টের মাধ্যমে জানিয়েছিলাম ভারতে আগামী ফেব্রুয়ারি মাসেই রেডমি 10 সিরিজ পেশ করা হবে। এবার, ইন্ডাস্ট্রি ইনসাইডার ঈশান অগ্ৰবাল টেক ওয়েবসাইট MySmartPrice কে Redmi Note 10 ও Redmi Note 10 Pro এর ভারতীয় র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে জানিয়েছেন।

Redmi Note 10 এবং Redmi Note 10 Pro এর র‍্যাম ও স্টোরেজ ভেরিয়েন্ট

ঈশান অগ্ৰবালের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে Redmi Note 10 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে।অন‍্যদিকে কোম্পানির পক্ষ থেকে Redmi Note 10 Pro ফোনটি 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে সেল করা হবে। লেটেস্ট রিপোর্ট থেকে শুধুমাত্র এটুকুই জানা গেছে।

কালার অপশন

এর আগেই আমরা ঘোষণা করে জানিয়ে দিয়েছিলাম ভারতে ফেব্রুয়ারিতে Redmi Note 10 সিরিজ লঞ্চ করা হবে। এছাড়া ঈশান অগ্ৰবাল আমাদের জানিয়েছিলেন, Redmi Note 10 ফোনটি গ্ৰে, হোয়াইট ও গ্ৰীন কালার ভেরিয়েন্টে পেশ করা হবে। অন‍্যদিকে, Redmi Note 10 Pro ব্রোঞ্জ, ব্লু ও গ্ৰে কালারে সেল করা হবে। টিপস্টার আরও জানিয়েছেন, ভারতে Redmi Note 10 ও Redmi Note 10 Pro এর দাম যথেষ্ট অ্যাগ্রেসিভ হবে।

স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত Redmi Note 10 সিরিজের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। তবে কিছু লিক অনুযায়ী কোম্পানি প্রো মডেলটি 120 হার্টস এলসিডি ডিসপ্লে, স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেট, 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর ও 5,050 এম‌এএইচের ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ করা হবে। এছাড়া কোথাও কোথাও Redmi Note 10 Pro তে 108 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়ার কথাও বলা হয়েছে।

এক‌ইভাবে রেডমি নোট 10 ফোনটি 48 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সরের সঙ্গে লঞ্চ করা হতে পারে। উভয় স্মার্টফোনে শক্তিশালী পাঞ্চ হোল সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। আশা করা হচ্ছে শীঘ্রই ভারতের মার্কেটে Redmi Note 10 সিরিজ লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here