ভারতে লঞ্চ হল Xiaomi Redmi Note 10S, 6GB RAM ও 64MP ক‍্যামেরার সঙ্গে এতে আছে 5000mAh ব‍্যাটারি

শাওমি আজ ভারতে তাদের নতুন ডিভাইস হিসেবে Xiaomi Redmi Note 10S লঞ্চ করেছে। ‘রেডমি নোট 10’ সিরিজের অন‍্যান‍্য স্মার্টফোনের মতোই এই ফোনেও কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন পাওয়া যায়। আগামী 18 মে থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ও শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে Xiaomi Redmi Note 10S ফোনটি 14,999 টাকার প্রাথমিক দামে সেল করা হবে।

ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi Note 10S এ 20:9 আসপেক্ট রেশিওযুক্ত 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.43 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে। এছাড়া এই ফোনের ডিসপ্লে DCI-P3 কালার, 1100 নিটস ব্রাইটনেস ও 4,500,000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। কোম্পানি এই ডিসপ্লেতে রিডিং মোড 3.0 ও সানলাইট ডিসপ্লে 2.0 যোগ করেছে।

ডিজাইন

শাওমি এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করেছে এবং এর নাম রেখেছে ডট ডিসপ্লে। ফোনের ডিসপ্লের তিন দিক বেজল লেস এবং নিচের দিকে অল্প চিন পার্ট রয়েছে। ফোনের স্ক্রিনের ওপরের দিকে মাঝ বরাবর ফ্রন্ট ক‍্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। ফোনের ডানদিকের প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন রয়েছে। Xiaomi Redmi Note 10S এর ডায়মেনশন 160.46 × 74.5 × 8.29 এম‌এম ও ওজন 178.8 গ্ৰাম। কোম্পানি এই ফোনটি IP53 সার্টিফাইড করেছে এবং মার্কেটে ফোনটি Ocean Blue, Onyx Gray ও Pebble White কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

প্রসেসিং

Xiaomi Redmi Note 10S ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমযুক্ত মিইউআই 12.5 এর সঙ্গে কাজ করে। এই ফোনটি 2.05 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক হেলিও জি95 চিপসেটে রান করে। এই ফোনটি আল্টিমেট গেমিং এক্সপেরিয়েন্সের জন্য তৈরি করা হয়েছে যা ফোনের জিপিইউ পারফরম্যান্স 31 শতাংশ বাড়িয়ে তোলে। এতে ARM Mali-G76 MC4 যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে LPDDR4x RAM ও UFS 2.2 স্টোরেজ রয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Xiaomi Redmi Note 10S এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এর সঙ্গে এতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে সেলফি ও ভিডিও কলের জন্য এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা রয়েছে।

ব‍্যাটারি

যে ফোনের সুন্দর স্পেসিফিকেশন তখনই ঠিক করে উপভোগ করা যায় যখন সেই ফোনে শক্তিশালী ব‍্যাটারি থাকে। কোম্পানি তাদের Xiaomi Redmi Note 10S এ 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌‌এএইচের ব‍্যাটারি যোগ করেছে। সবচেয়ে বড় কথা ফোনের বক্সের মধ্যেই 33 ওয়াট চার্জার দেওয়া হচ্ছে।

দাম

ভারতে Xiaomi Redmi Note 10S ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 5 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি রয়েছে এবং আরেকটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতে ফোনটির 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 15,999 টাকা দামে সেল করা হবে। মনে করিয়ে দিই আগামী 18 মে থেকে ভারতে Xiaomi Redmi Note 10S ফোনটির সেল শুরু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here