এক্সক্লুসিভ : আর হবে না শাওমি রেডমি নোট 5 এর সেল, কোম্পানি বন্ধ করে দিল এই হিট ফোন

শাওমি এবছর ভারতে তাদের নোট সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে রেডমি নোট 5 লঞ্চ করেছিল। ভারতে রেডমির হিট ফোনের কথা বলতে গেলে রেডমি নোট 5 এই লিস্টের প্রথম দিকে আসে। শাওমি ভারতে রেডমি নোট 5 সেল করে বেশ কিছু রেকর্ড গড়েছে। কোম্পানি রেডমি নোট 5 এর সঙ্গে রেডমি নোট 5 প্রো ফোনটিও লঞ্চ করেছিল। এই দুটি স্মার্টফোন‌ই শাওমির ইউজার সংখ্যা বাড়াতে যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু এবার কোম্পানি তাদের এই হিট স্মার্টফোন শাওমি রেডমি নোট 5 ফোনটি বন্ধ করে দিয়েছে। শাওমি ভারতে রেডমি নোট 5 এর প্রোডাকশনের সঙ্গে সঙ্গে এর বিক্রিও বন্ধ করে দিয়েছে।

আসুস জেনফোন ম‍্যাক্স প্রো এম2 ও ম‍্যাক্স এম2 লঞ্চ, শাওমি ও রিয়েলমির জন্য কড়া প্রতিদ্বন্দ্বী

91মোবাইলসের কাছে খবর আছে শাওমি ইন্ডিয়ার পক্ষ থেকে রেডমি নোট 5 ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সরিয়ে দিয়েছে এবং দেশের অফলাইন রিটেইল স্টোর থেকেও রেডমি নোট 5 এর সেল বন্ধ করে দিয়েছে। যেসব দোকানে রেডমি নোট 5 এর স্টক ছিল এখন সেই স্টক থেকেই ফোন বিক্রি করা হচ্ছে এবং নতুন স্টক আনা হচ্ছে না বলে জানা গেছে।

শাওমি রেডমি নোট 5 এর সঙ্গেই রেডমি নোট 5 প্রোও লঞ্চ করেছিল। কিছু দিন আগে শাওমি ইন্ডিয়া রেডমি নোট 5 প্রোর উন্নত ভার্সন রেডমি নোট 6 প্রো লঞ্চ করে তবে রেডমি নোট 5 এর কোনো নতুন ভার্সন বা উন্নত মডেল সম্পর্কে কিছু জানা যায়নি। প্রসঙ্গত শাওমি ইন্ডিয়া ভারতে রেডমি নোট 5 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছিল। একটিতে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি ছিল এবং অপর ভেরিয়েন্টে 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছিল।

7 বছরের এই বাচ্চা বছরের সবথেকে বড়ো ইউটিউবার, যার এক বছরের আয় 155 কোটি টাকা

রেডমি নোট 5 এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট ভারতে 9,999 টাকা দামে বিক্রি হত এবং 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 11,999 টাকা ছিল। রেডমি নোট 5 প্রো ও রেডমি নোট 6 প্রোর দাম হল
শাওমি রেডমি নোট 5 প্রোর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 14,999 টাকা
শাওমি রেডমি নোট 5 প্রোর 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 16,999 টাকা

শাওমি রেডমি নোট 6 প্রোর 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 13,999 টাকা
শাওমি রেডমি নোট 6 প্রোর 6 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্ট – 15,999 টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here