Xiaomi টুইটারে তাদের Mi 11 স্মার্টফোনের প্রশংসা করতে গিয়ে দেখিয়েছে Apple iPhone এর ছবি

আজকের দিনে দাঁড়িয়ে স্মার্টফোন মার্কেটে প্রতিযোগিতা সম্পর্কে সবাই কম বেশি জানি। সমস্ত স্মার্টফোন কোম্পানি চায় তাদের বানানো স্মার্টফোন‌ই যেন সবচেয়ে বেশি সেল হয়। এর জন্য কোম্পানি নিজেকে অন‍্য কোম্পানির থেকে এক কদম এগিয়ে রাখতে নিজেদের ফোনের স্পেসিফিকেশন ও দামের দিকে যথেষ্ট গুরুত্ব দেয়। নিজেদের ফোনের মার্কেটিং ও প্রশংসা করার জন্য প্রত‍্যেক কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে ফোটো ও ভিডিও শেয়ারের মাধ্যমে ফোনের বিশেষত্ব সবার সামনে নিয়ে আসে। কিন্তু শাওমি এভাবেই তাদের লেটেস্ট স্মার্টফোন Mi 11 এর প্রশংসা করতে গিয়ে ভুল করে কোম্পানির নিজেদের কোনো ফোনের বদলে Apple iPhone এর ছবি শেয়ার করে বসেছে। কোম্পানির এই ভুলের কারণে গোটা বিশ্বে শাওমি ইয়ার্কি ঠাট্টার পাত্রে পরিণত হয়েছে এবং এর পাশাপাশি শাওমির ফ‍্যানরা অপমানিত বোধ করছেন।

Android ফোন বেস্ট না কি Apple iPhone, এই প্রসঙ্গে তর্কবিতর্ক আগাগোড়াই চলে আসছে যা কখনোই শেষ হ‌ওয়ার নয়। অ্যান্ড্রয়েড ইউআই আইফোনের থেকে এক কদম এগিয়ে অন‍্যদিকে আবার আইফোন ইউজাররা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে। এই ধরনের তর্কাতর্কির মাঝে শাওমি মুখরোচক ভুল পদক্ষেপ নিয়েছে। যে কোম্পানি তাদের ফোনকে অন‍্যান‍্য অ্যান্ড্রয়েড ফোন কেন আইফোনের থেকেও অ্যাডভান্স বলে তারা নিজেরাই আইফোনের ছবি শেয়ার করে বসেছে। এই ঘটনার পর শাওমি ইউজাররা বেশ লজ্জিত বোধ করছে এবং আইফোন ইউজার ও অন‍্যান‍্য অ্যান্ড্রয়েড ইউজাররা শাওমিকে নিয়ে খুব ট্রোল করা শুরু করেছে।

কি ছিল শাওমির টুইটৈ?

ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডে Xiaomi UK কিছু দিন আগে একটি টুইট করেছিল। এই টুইটে কোম্পানি তাদের Mi 11 ফোনটি সম্পর্কে বলার সময় তাদের কোনো ফোনের ছবির বদলে ভুল করে আইফোনের ছবি শেয়ার করে বসেছে। এর কিছুক্ষণ পরেই শাওমি তাদের এই টুইট ডিলিট করে দেয়, কিন্তু ততক্ষণে অনেকেই এই টুইটের স্ক্রিনশট সেভ করে নিয়েছে।

এই টুইটে শাওমি ইউকে তাদের ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন Mi 11 এর ফাস্ট চার্জিং ফিচারের প্রশংসা করেছে। কোম্পানির এই টুইটে বিশ্বের অন‍্যতম কোটিপতি বিল গেটসের বিবাহ বিচ্ছেদ নিয়েও মজা করা হয়। অনেকেই এই টুইটটিকে দায়িত্বহীনের মতো কাজ বলে মনে করছেন। যখন কোম্পানি তাদের ভুল দেখতে পায় তৎক্ষণাৎ এই টুইট ডিলিট করে দেওয়া হয় কিন্তু ততক্ষণে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই অবাক করা ঘটনা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here