ইতিহাস গড়লো Realme! পেশ করলো 64 মেগাপিক্সেলের ফোটো, পিছিয়ে পড়লো Xiaomi ও Samsung

স্মার্টফোন জগতে আরও বড়ো একটি পরিবর্তন আসতে চলেছে। আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না যখন একটি ফোন থেকেই 64 মেগাপিক্সেলের ফোটো ক্লিক করা যাবে। বিগত কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছে Xiaomi ও Samsung এই দুই অন‍্যতম স্বনামধন্য টেক কোম্পানি এমন স্মার্টফোন নিয়ে কাজ করছে যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত হবে। এতদিন এই খবর শুধুমাত্র লিকের মাধ‍্যমেই পাওয়া যাচ্ছিল। কিন্তু এবার সমস্ত লিকসহ Samsung ও Xiaomi কে পিছিয়ে ফেলে টেক কোম্পানি Realme তাদের 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা ফোন পেশ করে দিয়েছে।

Xiaomi ফ‍্যানদের জন্য খারাপ খবর, কোম্পানি ডিসকন্টিনিউ করেছে এই স্মার্টফোন সিরিজ

Realme এর সিইও মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে টুইট করে কোম্পানির 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের ওপর থেকে পর্দা তুলে নিয়েছে। মাধব শেঠ তাঁর টুইটে একটি ফোটো শেয়ার করেছেন যা 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন থেকে তোলা হয়েছে। এটি একটি ল‍্যান্ডস্কেপ ফোটো যা নিচে বাঁদিকে 64MP AI Quad Camera এর সঙ্গে Shot On Realme লেখা আছে। এই ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে মাধব শেঠ লিখেছেন কোম্পানি তাদের নতুন প্রিমিয়াম কিলার ফোনে কাজ করছে।

64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা ফোন দিয়ে তোলা ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে মাধব শেঠ জানিয়েছেন কোম্পানি বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনে কাজ করছে। এই স্মার্টফোন 1/1.72″ Sensor ও Mega 1.6µm pixel যুক্ত 64MP GW1 সাপোর্ট করবে। তাঁর টুইটে 64 মেগাপিক্সেল কোয়ালিটিযুক্ত ফোটো শেয়ার করার সঙ্গে সঙ্গে কোম্পানির সিইও “Dare to Leap” ট‍্যাগলাইনের ব‍্যবহার করেছেন।

26 জুন লঞ্চ হবে LG W সিরিজের স্মার্টফোন, Samsung ও Xiaomi এর জন্য কড়া টক্কর

প্রসঙ্গত Samsung কিছু দিন আগে ISOCELL Bright GW1 টেকনিক পেশ করে। এই টেকনিকের সাহায্যে যে কোনো স্মার্টফোন 64 মেগাপিক্সেল ক‍্যামেরার সাহায্যে ফোটো ক‍্যাপচার করতে পারবেন। এই রেজলিউশন আজ পর্যন্ত পৃথিবীতে লঞ্চ হ‌ওয়া যে কোনো স্মার্টফোনের ক‍্যামেরার থেকে যথেষ্ট বেশি।

64 মেগাপিক্সেলের ক‍্যামেরা কিভাবে কাজ করবে?
জেনে রাখুন স‍্যামসাঙের পেশ করা নতুন ISOCELL Bright GW1 টেকনিক pixel-merging Tetracell technology ও remosaic algorithm এর সমন্বয়ে তৈরি। এই দুটি অ্যাডভান্স টেকনোলজিকে এক সঙ্গে মিলিয়ে স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর লো।লাইটে 16 মেগাপিক্সেল ফোটো ক্লিক করে। এই সেন্সর 16 মেগাপিক্সেলে এক সঙ্গে চারটি ফোটো ক‍্যাপচার করে এবং চারটি আলাদা আলাদা ফোটো ফাইল এক সঙ্গে জুড়ে একটি 64 মেগাপিক্সেলের ফোটো ফাইল বানায়।

ভারতে লঞ্চ হলো Motorola এর প্রথম পাঞ্চ হোল ডিসপ্লেওয়ালা স্মার্টফোন One Vision, দাম 19,999 টাকা

এছাড়া ISOCELL Bright GW1 ক‍্যামেরা সেন্সর 100 ডেসিবল (DB) পর্যন্ত রিয়েল টাইম হাই ডায়নামিক রেঞ্জ (HDR) সাপোর্ট করে। এর ফলে ফোনে তোলা ফোটো অত্যন্ত হাই কোয়ালিটির হয় এবং ফোটোয় সব রং খুব স্পষ্ট ও শার্প দেখা যায়। স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর টেকনিক ডুয়েল কম্বর্শন গেইম (DCG) যুক্ত যা ক‍্যামেরায় ধরা পড়া আলোকে ইলেকট্রনিক সিগন্যালে বদলে দেয়।

বিশেষ ফিচার
স‍্যামসাঙের এই ক‍্যামেরা সেন্সর ইলেকট্রনিক সিগন্যালে পরিণত এই আলোকে ফুল ওয়েল ক‍্যাপাসিটি (FWC) এর সাহায্যে অপ্টিমাইজ করে ফোটোকে সঠিকভাবে ব্রাইট করে। এই ক‍্যামেরা সেন্সর টেকনিকের সাহায্যে Samsung Galaxy A70S 480fps স্পীডে ফুল এইচডি স্লো মোশন ভিডিও বানাতে সক্ষম হবে। এর সঙ্গে Galaxy A70S হাই পারফরম্যান্স ফেজ ডিটেকশন অটো ফোকাস টেকনিক (Super PD) এর মতো অত‍্যাধুনিক টেকনিকযুক্ত হবে।

Z1 Pro এর পর Vivo আনতে চলেছে S সিরিজের স্মার্টফোন, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত এই ফোনের দাম হবে 20 হাজার টাকারও কম

মাধব শেঠ এই ফোটো শেয়ার করায় একদিকে যেমন স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন নিয়ে কাজ করছে আবার তেমনই এটাও ধারণা করা হচ্ছে এই ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। এখন লক্ষণীয় বিষয় হলো Realme এর এই দানের পর Samsung ও Xiaomi কি পদক্ষেপ নেয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here