Home খবর 10 হাজার টাকা সস্তা হল 8GB RAM সহ Samsung 5G স্মার্টফোন, জেখে নিন নতুন দাম

10 হাজার টাকা সস্তা হল 8GB RAM সহ Samsung 5G স্মার্টফোন, জেখে নিন নতুন দাম

গত বছর ভারতে স্যামসাঙ তাদের গ্যালাক্সি ‘এফ’ সিরিজের অধীনে মিড রেঞ্জে Samsung Galaxy F55 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। বর্তমানে স্টাইলিশ লুক এবং অসাধারণ স্পেসিফিকেশন সহ স্যামসাঙ 5জি ফোনটি 10 হাজার টাকার ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই প্রাইস ড্রপের পর 8জিবি RAM সহ 5জি ফোনটি 16,600 টাকা দামে কেনা যাচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy F55 5G স্মার্টফোনের অফার ডিটেইলস সম্পর্কে।

Samsung 5G স্মার্টফোনের দাম

Samsung Galaxy F55 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Samsung Galaxy F55 5G ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1000nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: Samsung Galaxy F55 5G ফোনে Qualcomm Snapdragon 7 Gen 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP OIS প্রাইমারি সেন্সর, 8MP Ultra-wide আঙ্গেল লেন্স এবং 2MP Macro লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এআই ফিচার সহ এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Selfie Camera রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সহ 5,000mAh Battery দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি: কানেক্টিভিটির জন্য Samsung F55 5G ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, এনএফসি মতো ফিচার রয়েছে।

অন্যান্য: Samsung F55 5G ফোনের 8GB RAM সহ মডেলে ডুয়েল স্টিরিও স্পিকার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP67 রেটিং যোগ করা হয়েছে।

অপারেটিং সিস্টেম: Samsung Galaxy F55 5G অ্যাডভান্স Android 14 এবং OneUI 6.1 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 4 জেনারেশন অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনটি আগে থেকেই অ্যান্ড্রয়েড 18 এর জন্য প্রস্তত। Samsung Galaxy F55 5G ফোনে 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে