Highlights
- ওপ্পো এফ23 5জির দাম 28 হাজার টাকা হতে পারে।
- এতে 64 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
- এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।
দীর্ঘদিন ধরেই খবর পাওয়া যাচ্ছে টেক কোম্পানি ওপ্পো ভারতে তাদের ‘এফ’ সিরিজের পরিধি বাড়িয়ে OPPO F23 5G ফোনটি পেশ করতে চলেছে। আজ এই ফোনের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ওপ্পো এফ23 5জি ফোনটি ভারতে 15 মে লঞ্চ করা হবে। ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ করে কোম্পানি এটির ফিচার এবং স্পেসিফিকেশনও জানিয়ে দিয়েছে। আরও পড়ুন: 64MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল OPPO A98 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন
Super fast. Super sized. Super smooth! ? Get set to #FlauntYourSuperpower with the #OPPOF235G. Launching on 15th May! ? pic.twitter.com/ZWoQ4wHUl1
— OPPO India (@OPPOIndia) May 9, 2023
কত হতে পারে ওপ্পো এফ23 5জির দাম?
15 মে ভারতে মিড বাজেট সেগমেন্টে OPPO F23 5G ফোনটি লঞ্চ করা হবে। সম্প্রতি প্রকাশ্যে আশা একটি লিক থেকে জানা গিয়েছিল এই আপকামিং ফোনের দাম 30 হাজার টাকার কম হতে পারে। ফোনটির বক্স প্রাইস 28,999 টাকা হবে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। ভারতে এই ফোনটি 27,999 দামে সেল করা হতে পারে বলে আশা করা হচ্ছে।
কেমন হবে ওপ্পো এফ23 5জির স্পেসিফিকেশন?
ওপ্পো এফ23 5জির স্ক্রিন
কোম্পানির পক্ষ থেকে ওপ্পো এফ23 5জির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে। কোম্পানির ওয়েবসাইটে ফোনটির প্রোডাক্ট পেজ লাইভ হয়ে গেছে এবং এখান থেকেই জানা গেছে এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.72 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। আরও পড়ুন: এবার WhatsApp-এও চলবে Truecaller! স্প্যাম কল এবং ভুয়া মেসেজের থেকে রক্ষা পাবেন ইউজাররা
ওপ্পো এফ23 5জির প্রসেসর
প্রসেসিঙের জন্য OPPO F23 5G তে অক্টাকোর প্রসেসরসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 চিপসেট দেওয়া হতে পারে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ফোনে 8GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে।
ওপ্পো এফ23 5জির ক্যামেরা
ফটোগ্রাফির জন্য ওপ্পো এফ23 5জির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এর সঙ্গে এতে 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স যোগ করা হবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। আরও পড়ুন: আপনিও কি এই নম্বরগুলি থেকে হোয়াটসঅ্যাপে কল পাচ্ছেন? ভুলেও ফোন ধরবেন না!
ওপ্পো এফ23 5জির ব্যাটারি
OPPO F23 5G তে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে বলে জানা গেছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন