1,500 টাকারও কম দামে লঞ্চ হল কলিং স্মার্টওয়াচ, জেনে নিন ফিচার

Highlights

  • Wings Prime smartwatch এ 1.96-ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
  • এই ওয়াচ একবার চার্জ করলে 7 দিন পর্যন্ত চলতে পারে।
  • লেটেস্ট ইয়ারবাডসে 13 এমএম অডিও ড্রাইভার দেওয়া হয়েছে।

ক্রমশ সুনাম অর্জন করে চলা ভারতের টেক কোম্পানি Wings নতুন স্মার্টওয়াচ এবং ইয়ারবাডস্ লঞ্চ করেছে। এই নতুন ডিভাইস Prime smartwatch এবং Flobuds 300 নামে পেশ করা হয়েছে। সবচেয়ে বড় কথা স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশন সহ এই গ্যাজেটগুলি 1,500 টাকারও কম দামে পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন ডিভাইসগুলির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। আরও পড়ুন: 5 সেপ্টেম্বর লঞ্চ হবে Moto G54 5G, জানালো কোম্পানি

Wings Prime smartwatch এর স্পেসিফিকেশন

  • নতুন Wings Prime smartwatch এ 1.96-ইঞ্চির এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে। এতে 200+ ওয়াচ ফেস, 60Hz রিফ্রেশরেট, 500 নিটস্ ব্রাইটনেস এবং 2.5D কার্ভড গ্লাস রয়েছে।
  • কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3, ব্লুটুথ কলিং সাপোর্ট দেওয়া হয়েছে। ওয়াচে ইন্টারেক্টিভ ডায়াল প্যাড, ইন বিল্ট মাইক্রোফোন, স্পিকার এবং প্রায় 16টি কন্ট্যাক্ট সেভ করার অপশন পাওয়া যায়।
  • ইউজারদের অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য Wings Prime ওয়াচে 130টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। এর সঙ্গে হেলথ ট্র্যাকিঙের জন্য হার্ট রেট ট্র্যাকার, SpO2 সেন্সর, স্টেপ্স ট্র্যাকার, স্লিপ সাইকেল ট্র্যাকিঙের মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য Wings Prime এ 240mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ঘড়ি একবার ফুল চার্জ করলে 7 দিন পর্যন্ত চলতে পারে। তবে ব্লুটুথ কলিং ফিচার ব্যাবহার করলে মাত্র 3 দিন চালানো যাবে।
  • এছাড়া পেমেন্টের জন্য কিউআর কোড, ক্যামেরা কন্ট্রোল, ক্যালকুলেটর, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এসওএস এমারজেন্সি, জেসচার কন্ট্রোল, রিয়েল টাইম জিপিএস পজিশন ট্র্যাকিং অপশনও রয়েছে।

Wings Prime smartwatch এর দাম

Wings Prime smartwatch এর লঞ্চ প্রাইস রাখা হয়েছে মাত্র 1,499 টাকা। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই স্মার্টওয়াচ সেল করা হচ্ছে। জানিয়ে রাখি লঞ্চ অফার শেষ হয়ে গেলে এর দাম বাড়িয়ে 1,799 টাকা করে দেওয়া হবে। আরও পড়ুন: গীকবেঞ্চ সাইটে তালিকাভুক্ত Motorola Edge 40 Neo স্মার্টফোন, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

Wings Flobuds 300 এর স্পেসিফিকেশন

  • Wings Flobuds 300 টিডব্লিউএস ইয়ারবাডসে 13 এমএম অডিও ড্রাইভার রয়েছে। এতে থাম্পিং বেসের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই ইয়ারবাডস্ একবার চার্জ করলে 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে চার্জিং কেস সহ ব্যাটারি লাইফ 50 ঘন্টা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
  • কানেক্টিভিটির জন্য Flobuds 300 ইয়ারবাডসে ব্লুটুথ 5.3 রয়েছে। এতে গেমিঙের জন্য 40ms লো লেটেন্সি মোড, কলিঙের জন্য স্মার্ট ইএনসি, টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং IPX5 রেটিং দেওয়া হয়েছে।

Wings Flobuds 300 এর দাম

Wings Flobuds 300 এর লঞ্চ প্রাইস মাত্র 999 টাকা রাখা হয়েছে। শপিং সাইট আমাজন, ফ্লিপকার্টের পাশাপাশি এই ইয়ারবাডস্ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে। এই ডিভাইস হোয়াইট এবং ব্ল্যাক কালারে সেল করা হবে। জানিয়ে রাখি লঞ্চ অফার শেষ হয়ে গেলে এই ওয়াচ কেনার জন্য 1,299 টাকা খরচ করতে হবে। আরও পড়ুন: মোবাইল চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত 9 মাসের গর্ভবতী মহিলা, জেনে নিন কারণ

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here