মাত্র 13,999 টাকা দামে লঞ্চ হল নতুন Vivo 5G Phone, রয়েছে 50MP Camera এবং 5,000mAh Battery

আজ ভিভো ভারতের বাজারে তাদের প্রোডাক্টের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন হিসাবে Vivo Y28 5G লঞ্চ করা হয়েছে। এই লো বাজেট ফোনের দাম মাত্র 13,999 টাকা থেকে শুরু হয়। 50MP Camera, 8GB Extended RAM, MediaTek Dimensity 6020 চিপসেট এবং 5,000mAh Battery এর মতো ফিচারযুক্ত Vivo Y28 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Vivo Y28 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 1612 × 720 পিক্সেল রেজলিউয়াহ্ন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেট ও 840 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 ও ফানটাচ ওএস 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Vivo Y28 5G ফোনে 8GB extended RAM ফিচার দেওয়া হয়েছে। এই ফিচার ব্যাবহার করে ফোনের 8GB RAM এর সঙ্গে মোট 16GB RAM পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y28 5G ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
  • অন্যান্য: এই ফোনটি 7 5G Bands সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।

Vivo Y28 5G এর দাম

এই নতুন ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 4GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 13,999 টাকা। একইভাবে 6GB RAM + 128GB মডেলের দাম 15,499 টাকা এবং 8GB RAM + 128GB স্টোরেজ সহ টপ মডেল 16,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি আমাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটি কেনার সময় SBI, DBS এবং IDFC First ব্যাঙ্ক ইউজাররা 1500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here