Home খবর 6,999 টাকা দামে লঞ্চ হল 5,000mAh Battery সহ দেশীয় স্মার্টফোন Lava Yuva 2, জেনে নিন বিস্তারিত

6,999 টাকা দামে লঞ্চ হল 5,000mAh Battery সহ দেশীয় স্মার্টফোন Lava Yuva 2, জেনে নিন বিস্তারিত

গতকাল খবর পাওয়া গিয়েছিল লাভা ভারতে তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন হিসাবে মাত্র 6,999 টাকা দামের Lava Yuva 2 লঞ্চ করতে চলেছে। আজ কোম্পানি ভারতে এই সস্তা ফোনটি লঞ্চ করে দিয়েছে। এতে 3GB Virtual RAM এবং 5,000mAh Battery এর মতো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। নিচে এই লেটেস্ট ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: ভারতীয় BIS সাইটে তালিকাভুক্ত Samsung Galaxy S23 FE স্মার্টফোন, শীঘ্রই লঞ্চ হতে পারে

Lava Yuva 2 এর দাম এবং সেল

ভারতে Lava Yuva 2 ফোনটি 6,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 3GB RAM এবং 64GB স্টোরেজ সহ একটি মাত্র ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে Glass Blue, Glass Lavender এবং Glass Green কালারে সেল করা হবে।

Lava Yuva 2 এর ফিচার এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন