স্যামসাং ইউজারদের জন্য একের পর এক সুখবর রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে শীঘ্রই তাদের ‘এফ’ সিরিজে Samsung Galaxy F34 5G নামের একটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই আপকামিং ফোনটির ছবি সহ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেছে। খুব তাড়াতাড়ি ভারতের মার্কেটে স্যামসাং গ্যালাক্সি এফ34 5জি ফোনটি লঞ্চ হতে চলেছে। এই ফোনে কি কি ফিচার পাওয়া যাবে সেই বিষয়ে এই পোস্টে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 12GB RAM এর শক্তি সহ লঞ্চ হল OPPO A58 4G স্মার্টফোন, দেখে নিন দাম এবং স্পেসিফিকেশন
Samsung Galaxy F34 5G স্পেসিফিকেশন
50MP OIS Camera
স্যামসাং গ্যালাক্সি এফ34 5জিতে ট্রিপল রেয়ার ক্যামেরা পাওয়া যাবে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে এবং ওআইএস ফিচারের দৌলতে এতে কোনও শেক ছাড়াই ফটো এবং ভিডিও ক্যাপচার করা যাবে। এই ফোনের ক্যামেরায় 16 ইন বিল্ট লেন্স থাকবে এবং এতে Fun Mode ও Single Take এর মতো ফিচার পাওয়া যাবে।
120Hz Display
Samsung Galaxy F34 5G ফোনে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। এই ফোনের ডিসপ্লেতে 1000 নিটস্ ব্রাইটনেস এবং ভিশন বুস্টার টেকনোলজি যোগ করা হবে। এটি একটি বেজল লেস কার্ভড এজ ডিসপ্লে হতে চলেছে এবং এতে চিন পার্টও থাকবে। আরও পড়ুন: দেখে নিন ভারতে Samsung Galaxy Fold5 এবং Flip5 ফোনের দাম এবং অফার ডিটেইলস
6,000mAh Battery
‘এফ’ সিরিজের অন্যান্য কয়েকটি ফোনের মতোই স্যামসাং গ্যালাক্সি এফ34 5জি ফোনেও 6,000 এমএএইচ ব্যাটারি যোগ করা হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে ফাস্ট চার্জিং টেকনোলজিও দেওয়া হবে। কোম্পানি জানিয়ে দিয়েছে একবার ফুল চার্জ করলে এই ফোনে 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
Samsung Galaxy F34 5G এর ভারতীয় দাম এবং লঞ্চ ডিটেইলস (সম্ভাব্য)
স্যামসাং এখনও পর্যন্ত তাদের এই আপকামিং ফোনের লঞ্চ ডেট জানায়নি। আগস্টের প্রথম সপ্তাহেই এই ফোনটি লঞ্চ করা হবে বলে আমরা মনে করছি এবং এই ফোনটির দাম 18,000 টাকার আশেপাশে রাখা হতে পারে। কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনের লঞ্চ সম্পর্কে ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: OnePlus OPEN নামে লঞ্চ হবে কোম্পানির প্রথম ফোল্ডেবল স্মার্টফোন, Samsung Fold লঞ্চের পরেই টুইট করেছে কোম্পানি
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন