চলে এল Android 13, শীঘ্রই ইনস্টল করে নিন আপনার ফোনে, জেনে নিন বিস্তারিত

গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন Android 13 অফিসিয়ালি লঞ্চ করেছে। এই রোলআউটের সাথে, Android 13 OS এখন সমস্ত স্মার্টফোন এবং মোবাইল ফোনে ডাউনলোডের জন্য উপলব্ধ হয়েছে। এখনও পর্যন্ত যেখানে শুধুমাত্র Android 13 Beta ভার্সনই ফোনে ডাউনলোড এবং ইনস্টল করা যেত, সেখানে আজ থেকে Android 13 স্মার্টফোনেও ডাউনলোড করা যাবে। Android 13 দুর্দান্ত ফিচার সহ আপডেট করা হয়েছে, যা বেশ উন্নত। আপনিও যদি আপনার ফোনে Android 13 OS ডাউনলোড এবং ইনস্টল করতে চান, তাহলে এই পোস্টে আমি আপনাদের জানাবো যে কোন কোন স্মার্টফোনে প্রথমে Android 13 ডাউনলোড হবে এবং কীভাবে এটি ইনস্টল করা যেতে পারে।

Android 13 Device List

গুগল পিক্সেল স্মার্টফোন

– Google Pixel 4
– Google Pixel 4 XL
– Google Pixel 4a
– Google Pixel 4a (5G)
– Google Pixel 5
– Google Pixel 5a
– Google Pixel 6
– Google Pixel 6a
– Google Pixel 6 Pro

Xiaomi স্মার্টফোন

– Xiaomi 12
– Xiaomi 12 PRO
– Xiaomi PAD 5

Realme স্মার্টফোন

– Realme GT 2 Pro

Oneplus স্মার্টফোন

– OnePlus 10 Pro

Vivo স্মার্টফোন

– Vivo X80
– Vivo X80 Pro

oppo স্মার্টফোন

– OPPO Find X5 Pro

Tecno স্মার্টফোন

– Tecno CAMON 19 Pro 5G

Shrap স্মার্টফোন

– Shrap AQUOS Sense6

ZTE স্মার্টফোন

– ZTE Axon 40 Ultra

উপরের তালিকা থেকে জানা যাচ্ছে যে Google Pixel স্মার্টফোন ইউজাররা আজ থেকেই তাদের ফোনে লেটেস্ট Android 13 OS ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন। তবে আগামী দিনে অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনেও এটি পাওয়া যাবে। সমস্ত ব্র্যান্ড তাদের মোবাইল ইউজারদের এই সম্পর্ক কোনও তথ্য থাকলে তা জানিয়ে দেবে।

কিভাবে Android 13 ডাউনলোড এবং ইনস্টল করবেন?

1. সবার আগে দেখে নিন আপনার স্মার্টফোনে Android 13 OTA আপডেট এসেছে কি না। এর জন্য ফোনের Settings মেনু খুলুন।

2. সেটিংস মেনুতে উপস্থিত System অপশনে যান৷

3. এখানে সিস্টেম আপডেটের বাটনটি টিপুন। যদি আপনার ফোনে Android 13 OTA এসে থাকে তাহলে আপনি ফাইলটি দেখতে পাবেন।

4. আপনি এই নতুন আপডেটে ট্যাপ করার সাথে সাথে আপনার ফোন ফাইলটি ডাউনলোড করার জন্য অনুমতি চাইবে। আপনি সম্মতি দিলেই ফাইলটি ফোনে ডাউনলোড হতে শুরু করবে।

5. ফাইলটি ইনস্টল হয়ে গেলে, আপনার স্মার্টফোনটি অটো বুট হয়ে যাবে এবং এটি অন হয়ে গেলে, আপনার মোবাইল ফোন একেবারে নতুন Android OS-এ চলবে।

আপনার ফোনে Android 13 ভার্সন ডাউনলোড এবং ইনস্টল করার আগে আপনার ডিভাইসের ব্যাক আপ নিয়ে নেবেন। এই পুরো প্রক্রিয়াটি ফলো করার আগে, ফোনের ব্যাটারি চার্জ করে রাখবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here