5 জুন শুরু হবে অ্যাপেলের WWDC 2023 ইভেন্ট, নতুন টেকনোলজির সঙ্গে লঞ্চ হবে বেশ কিছু নতুন প্রোডাক্ট

Highlights

  • অ্যাপেল তাদের WWDC 2023 ইভেন্টের কথা ঘোষণা করে দিয়েছে।
  • এই ইভেন্টে iOS 17 লঞ্চ করা হতে পারে।
  • অ্যাপেল এই ইভেন্টে মিক্সড রিয়ালিটি হ্যান্ডসেটও পেশ করতে পারে।

অ্যাপেল তাদের অ্যানুয়াল ওয়ার্ল্ড ওয়াইড কনফারেন্স (WWDC) 2023 সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। আমেরিকান টেক কোম্পানির এই ইভেন্ট 5 জুন শুরু হবে এবং চলবে আগামী 9 জুন পর্যন্ত। গত বছরের মতোই এই বছরও ইভেন্টটি অফলাইনে কোম্পানির হেড কোয়ার্টার অ্যাপেল পার্কে আয়োজিত হবে। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট সুসান প্রেসকোট (WWDC) 2023 স্মপ্রে জানিয়েছেন এবার আগের থেকেও বড় এবং সুন্দর অনুষ্ঠান হতে চলেছে। আরও পড়ুন: ফ্রি IPL দেখার জন্য Airtel, Jio এবং Vi এর এই প্ল্যানগুলি সেরা

কি কি লঞ্চ হবে WWDC 2023-এ?

শোনা যাচ্ছে অ্যাপেল তাদের এই ইভেন্টে নতুন iOS, macOS, iPadOS, watchOS এবং tvOS লঞ্চ করতে পারে। কোম্পানি তাদের নতুন iOS 17 অপারেটিং সিস্টেম ইম্প্রুভ ফিচারের সঙ্গে লঞ্চ করতে পারে। কোম্পানি আগেই হাইলাইট করে দিয়েছে (WWDC) 2023 আগের চেয়েও বিশেষ হতে চলেছে। কোম্পানি এবার ভার্চুয়াল রিয়ালিটি হ্যান্ডসেট লঞ্চ করতে পারে বলেই হয়তো এমন বলা হচ্ছে। বিগত বেশ কয়েক বছর ধরে এবিষয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। এই ধরনের কোন ডিভাইস লঞ্চ হলে এটিই শোয়ের স্টার হবে বলে মনে করা হচ্ছে।

কিছু রিপোর্টে বলা হচ্ছে অ্যাপেল এই ইভেন্টে কিছু নতুন ম্যাক হার্ডওয়্যার পেশ করতে পারে। দীর্ঘদিন ধরেই অ্যাপেল Silicon Mac Pro এর টেস্ট করছে। এই ল্যাপটপ এই বছর WWDC ইভেন্টে পেশ করা হতে পারে। আবার অন্য কিছু রিপোর্টের তথ্য অনুযায়ী এই ইভেন্টে 15-ইঞ্চির MacBook Air পেশ করা হতে পারে। মনে করিয়ে দিই গত বছর কোম্পানি 13 ইঞ্চির MacBook Air লঞ্চ করেছিল। আরও পড়ুন: জেনে নিন সিম পোর্ট করার সবথেকে সহজ এবং দ্রুততম পদ্ধতি, বাড়ি বসেই হয়ে যাবে MNP

Google I/O 2023 ইভেন্ট ডিটেইলস

Google কিছু দিন আগে ঘোষণা করে জানিয়েছে কোম্পানির অ্যানুয়াল ডেভেলপার ইভেন্ট I/O 2023 ইভেন্ট 10 মে অনুষ্ঠিত হবে। জানিয়ে রাখি এই ইভেন্টে 20টিরও বেশি AI প্রোডাক্ট লঞ্চ করতে পারে। এছাড়াও কিছু হার্ডওয়্যার ডিভাইস পেশ করা হতে পারে। গুগল এই ইভেন্টের মঞ্চে তাদের ফোল্ডেবল স্মার্টফোন প্রথম প্রকাশ্যে নিয়ে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here