Home খবর ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Asus 9z স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Asus 9z স্মার্টফোন, জেনে নিন দাম এবং ফিচার

Asus গত মাসে নির্বাচিত কিছু মার্কেটে Asus Zenfone 9 স্মার্টফোনটি লঞ্চ করেছে। কমপ্যাক্ট সাইজের এই স্মার্টফোনটি শীঘ্রই ভারতে এন্ট্রি নিতে পারে। এই Asus স্মার্টফোনটি Qualcomm-এর লেটেস্ট Snapdragon 8+ Gen 1 Soc, gimbal mount প্রাইমারি ক্যামেরা, শক্তিশালী ব্যাটারির মতো ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশনের সাথে পেশ করা হয়েছে। Asus এর ফ্ল্যাগশিপ Zenfone 9 স্মার্টফোনটি এই সপ্তাহে ভারতে ভিন্ন নামে লঞ্চ হতে পারে। এই পোস্টে আমি আপনাদের Asus স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানাবো।

YouTuber Sahil Karol এর মতে, Asus Zenfone 9 স্মার্টফোনটি 23 আগস্ট ভারতে লঞ্চ হতে পারে। এই Asus ফোনটি ভারতে Asus 9z-এর অধীনে পেশ করা হতে পারে। তবে সাহিলের দাবি কতটা সঠিক, সেটা এই মুহুর্তে নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না, কারণ Asus এই মুহূর্তে একটিও টিজার শেয়ার করেনি। এই ফোনটি গোপনে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা কম। মার্কেটে উপস্থিত Google Pixel 6a-এর সঙ্গে এই Asus ফোনটির জোরদার টক্কর দেখা যেতে পারে।

ভারতে Asus Zenfone 9 এর দাম

Asus Zenfone 9 স্মার্টফোনটি আন্তর্জাতিক মার্কেটে প্রায় 799 ইউরো,অর্থাৎ প্রায় 64,700 টাকা দামে পেশ করা হয়েছে। যদিও এই ফোনটি কম দামে ভারতে লঞ্চ করা যেতে পারে। Asus Zenfone 9 স্মার্টফোনটি ভারতে 60,000 টাকা পর্যন্ত দামে পেশ করা যেতে পারে।

তবে দাম অনুযায়ী Asus এর এই ফোন মার্কেটে কতটা জনপ্রিয় হবে, সেটা বলা মুশকিল। আপনি যদি একটি কমপ্যাক্ট স্মার্টফোন চান এবং স্পেসিফিকেশনের সাথে কোনও রকম কম্প্রোমাইজ করতে না চান, তাহলে আপনি Asus Zenfone 9 কিনতে পারেন। যদিও এই দামে iPhone 13 Miniও কেনা যাবে।

Asus Zenfone 9 এর স্পেসিফিকেশন

Asus Zenfone 9 এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে,এতে একটি 5.9-ইঞ্চি FullHD + AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশরেট 120Hz। এই Asus ফোনটি Qualcomm-এর Snapdragon 8+ Gen 1 প্রসেসর এবং 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনে একটি 4300mAh ব্যাটারি আছে যা 30W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনের সাথে চার্জার পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন