Home খবর লঞ্চের আগেই প্রকাশ্যে এল ASUS ROG Phone 9 ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে এই গেমিং ফোন

লঞ্চের আগেই প্রকাশ্যে এল ASUS ROG Phone 9 ফোনের শক্তিশালী স্পেসিফিকেশন, জেনে নিন কেমন হবে এই গেমিং ফোন

ASUS আগামী 19 নভেম্বর তাদের ROG Phone 9 সিরিজ লচ করতে চলেছে। এই সিরিজে Asus ROG Phone 9 এবং Asus ROG Phone 9 Pro স্মার্টফোন পেশ করা হবে। আমরা এই সিরিজ লঞ্চের আগেই সিরিজের বেস মডেল ROG Phone 9 ফোনের ডিজাইন এবং AI গেমিগ ফিচার সহ স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। ইন্ডাস্ট্রির বিশ্বস্ত সোর্স থেকে এই খবর পাওয়া গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।

ASUS ROG Phone 9 ফোনের ডিজাইন এবং অ্যাক্সেসরিজ

ASUS ROG Phone 9 ফোনের স্পেসিফিকেশন