গুগল প্লে কনসোল সাইটে লিস্টে দেখা গেল Asus Zenfone 11, শক্তিশালী স্পেসিফিকেশন এবং ডিজাইন এল সামনে

আসুস শীঘ্রই তাদের ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে Asus Zenfone 11 পেশ করবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে গুগল প্লে কনসোল লিস্টিঙে এই ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এব্বন ডিজাইন সহ দেখা গেছে। নিচে Asus Zenfone 11 ফোনের লিস্টিং এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল।

গুগল প্লে কনসোলে দেখা গেল Asus Zenfone 11

  • গুগল প্লে কনসোলে এই নতুন ফোনের মডেল নাম্বার AI2401_D সহ লিস্টেড করা হয়েছে।
  • নিচের ইমেজে Asus Zenfone 11 নাম স্পষ্ট দেখা গেছে।
  • এই লিস্টিঙে ফোনের ইমেজ দেখে এর ডিজাইন সম্পর্কে জানা গেছে।

Asus Zenfone 11 এর ডিজাইন (লিস্টিং)

  • Asus Zenfone 11 ফোনের ফ্রন্ট প্যানেলে ওপরের দিকে মাঝ বরাবর পাঞ্চ হোল কাটআউট দেখা গেছে।
  • ডিসপ্লের চার দিকে পাতলা বেজল রয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হবে।
  • এছাড়া ব্যাক প্যানেলের কোনো ডিটেইলস জানা যায়নি।

Asus Zenfone 11 এর স্পেসিফিকেশন (লিস্টিং)

  • লিস্টিং থেকে জানা গেছে Asus Zenfone 11 ফোনে কোয়ালকম SM8650 প্রসেসর থাকবে।, এটি নতুন স্ন্যাপড্রাগন 8 জেন 3 হতে পারে। এর সঙ্গে অ্যাড্রিনো 830 জিপিইউ থাকবে বলে জানানো হয়েছে।
  • এই জিপিইউ ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এতে আপকামিং স্ন্যাপড্রাগন 8 জেন 4 থাকতে পারে।
  • এই প্ল্যাটফর্ম অনুযায়ী Asus Zenfone 11 ফোনে 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে।
  • এই ফোনে 16GB RAM দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম সহ লিস্টেড করা হয়েছে।

Asus Zenfone 11 এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

এখনও পর্যন্ত Asus Zenfone 11 ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে স্ন্যাপড্রাগন 8 জেন 4 চিপ সেটের কথা উঠে আসায় মনে করা হচ্ছে ফোনটি এই বছরের শেষের দিকে লঞ্চ করা হবে। কারণ কোয়ালকম সাধারণত তাদের ফ্ল্যাগশিপ প্রসেসর বছরের শেষ কোয়ার্টারেই পেশ করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here