আবার লঞ্চ হবে Sony স্মার্টফোন, 15 মে আসতে পারে 3টি নতুন Xperia মোবাইল, জেনে নিন ডিটেইলস

একটা সময় ছিল যখন স্টাইলিশ ফোনের লিস্টে Sony ব্র্যান্ডের নাম সবার ওপরে থাকত। অসাধারন ওয়াটার প্রুফিং টেকনোলজি (IP rating) এবং NFC এর মতো ফিচার এই ব্র্যান্ডই সবার আগে এবং সবচেয়ে বেশি ব্যাবহার করেছিল। এই জাপানি কোম্পানি আবার টেক মার্কেটে তাদের ফোন নিয়ে আসতে চলেছে। নতুন সূচনার সঙ্গে সঙ্গে কোম্পানি আগামী 15 মে গ্লোবাল মার্কেটে নতুন Sony Xperia স্মার্টফোন লঞ্চ করবে।

Sony স্মার্টফোনের লঞ্চ ডিটেইলস

আগামী 15 মে সোনি তাদের হোম মার্কেট জাপানে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে, এই ইভেন্টের মঞ্চ থেকে Sony Xperia 1 VI স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি লঞ্চ ইভেন্ট জাপানের সময় অনুযায়ী বিকেল 4টের (ভারতে দুপুর 12:30 টার সময়) সময় শুরু করা হবে। আগামী 15 মে এই স্মার্টফোনটির সাথে Xperia 5 VI এবং Xperia 10 VI স্মার্টফোনগুলি বাজারে পেশ করা হবে। ভারতেও এই নতুন Sony Xperia স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে।

Sony Xperia 1 VI এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: কোম্পানির পক্ষ থেকে এই ফোন সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস এখনও পর্যন্ত জানানো হয়নি। লিক অনুযায়ী আপকামিং Xperia 1 VI স্মার্টফোনে 19.5:9 আস্পেক্ট রেশিয় এবং BRAVIA HDR ফিচার সহ 2K display দেওয়া হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ সেপ্লিং রেট সাপোর্ট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: Sony Xperia 1 VI স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। এই চিপসেট 64বিট অক্টাকোর প্রসেসর 3.4গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে। এই ফোন Qualcomm অ্যাড্রিনো জিপিউ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Sony Xperia 1 VI স্মার্টফোনে 24mm প্রাইমারি লেন্স দেওয়া হবে বলে জানা গেছে। এই ফোনে CMOS image sensor সহ 16mm lens এবং একটি 85-170mm telephoto zoom lens সহ 7X zoom দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এই লেন্সের মেগাপিক্সেল পাওয়ার সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Sony Xperia 1 VI স্মার্টফোনে 5,000mAh battery দেওয়া হতে পারে। এই ফোনে ফাস্ট চার্জিং ফিচারও যোগ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here