Second Hand Mobile Phone কেনার সেরা ঠিকানা, সস্তায় পাবেন iPhone ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের Android স্মার্টফোন

ভারতে এমনও বহু মোবাইল ফোন ইউজার আছে যারা বার বার নতুন ফোন কিনতে ইচ্ছুক না। আবার অন্যদিকে এমনও কিছু লোক আছে যারা ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন অথবা আইফোন ব‍্যবহার করতে চায়, কিন্তু দামের জন্য কিনতে পারে না। এই দুই প্রকার মোবাইল ফোন ব্যবহারকারীদের বেস্ট অপশন হলো Second Hand Mobile Phone, এই গুলিকে Refurbished phone-ও বলা যেতে পারে। সেকেন্ড হ্যান্ড ফোন বা রীফার্বিশড ফোন, সেগলিকে বলা হয় যেগলি আগে ব্যবহার হয়েছে এবং সেটিকে আপডেট করে বা রিপেয়ার করে আবারও বিক্রি করা হয়। এই সমস্ত Used Mobile-এর মডেলগুলি অরিজিনাল দামের থেকে অনেক কম দামে বিক্রি হয়।

কোথা থেকে কিনবেন Second Hand Mobile?

  • Cashify
  • Amazon
  • OLX
  • Yaantra
  • 2Gud

Cashify

Refurbished Mobile অথবা Second Hand Smartphone কেনার মাধ্যম হিসেবে ক্যাশিফাই-এর নামটি তালিকার উঁচুতে দেখা যায়। এই ওয়েবসাইটের মাধ্যমে ইউজাররা পুরনো ফোন কিনতে এবং বিক্রিও করতে পারবে। গ্রাহক সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় নিজের পছন্দের মোবাইল ব্র্যান্ড এবং ফেভারিট মডেলও পছন্দ করতে পারবেন। ক্যাশিফাই RAM এবং Storage অপশনের সাথে ফোন পছন্দ করার সুযোগ প্রদান করে। শুধু এটাই নয় ক্যাশিফাই কিছু কিছু সময়ে ডিসকাউন্ট অফারও প্রদান করে।

ওয়েবসাইটের লিঙ্ক : Cashify

Amazon

ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়াও Renewed Smartphone মার্কেটে প্রবেশ করেছে এবং ইউজ্ড ফোন নিজেদের প্ল‍্যাটফর্মে বিক্রি করছে। এই জন্য আমাজন ‘Renewed’ নামের সাথে আলাদা সেগমেন্ট তৈরি করেছে। বলে দিই যে আমাজনে এখন Android ফোন কেনা যাবে, কিন্তু কোম্পানি সেকেন্ড হ্যান্ড iPhone এখনও পর্যন্ত উপলব্ধ করেনি। যদি আপনি কোনো সেকেন্ড হ্যান্ড ফোনের খোঁজ করছেন, তাহলে আমাজনের মাধ্যমে ভালো ডিল পেয়ে যেতে পারে‌ন।

ওয়েবসাইটের লিঙ্ক : Amazon

OLX

পুরোনো এবং ইউজ্ড ফোন কেনার জন্য ভারতে উপস্থিত পুরোনো এবং ভরসা যোগ্য নামের মধ্যে একটি নাম হলো ওএলএক্স। OLX ইন্ডিয়া তখন থেকে শুরু হয়েছে, যখন সেকেন্ড হ্যান্ড জিনিস কেনা এবং বেচার জন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপ ছিলো না। এই কারনেই Second Hand Smartphone কেনার জন্য OLX-কে গ্রাহকরা প্রাধান্য দেয়। এখানে সবথেকে ভালো যেটা, সেটা হলো এখানে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই একে ওপেন‌র সাথে কথা বলে জিনিসের দাম কম বেশি করতে পারে।

ওয়েবসাইটের লিঙ্ক : OLX

Yaantra

ইয়ান্ত্রা ডট কমও মোবাইল ইউজারদের ইউজ্ড ফোন কেনার সাথে বিক্রি করার সুবিধা প্রদান করে। এই ওয়েবসাইটে বিভিন্ন ব্র্যান্ডস এবং মডেল সেলের জন্য উপলদ্ধ, যেগুলিকে আলাদা বাজেটের হিসাবে বিভাজিত করা হয়েছে। Refurbished Smartphone-এ দারুন কোয়ালিটি দেওয়ার সাথে এই কোম্পানি ইউজারদের ডিল এবং ডিসকাউন্টও প্রদান করে। এছাড়া Yaantra.com-এর আকর্ষণীয় পয়েন্ট হলো, যে এই কোম্পানি Second Hand Mobile phone-এ ওয়ারেন্টিও প্রদান করে।

ওয়েবসাইটের লিঙ্ক : Yaantra

2Gud

টুগুড এমন একটি ওয়েবসাইট যেখানে ইউজাররা Second Hand Smartphone কেনার সুযোগ পায়। এই ওয়েবসাইটটিকে ফ্লিপকার্ট তৈরি করেছে এবং এখান থেকে শুধুমাত্র পুরোনো ফোন কেনা যাবে। এখন এই ওয়েবপেজটিকেও ফ্লিপকার্টের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। কেবল পুরোনো এবং ইউজ্ড ফোন সেলের ওপর ফোকাস থাকায়, এখানের refurbished প্রোডাক্টের কোয়ালিটির ওপর ভরসা করা যায়। অসাধারণ ডিভাইস এবং যোগ্য দাম হওয়া‌য়, সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য 2Gud ইউজারদের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিয়েছে।

ওয়েবসাইটের লিঙ্ক : 2Gud

সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন কেনার সুবিধা

ইউজ্ড মোবাইল অথবা সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের সবচেয়ে বড়ো সুবিধা, এই যে ফোন গুলি রিয়্যাল দামের থেকে অনেক কমে কিনতে পাওয়া যায়। উদহারন স্বরূপ যদি আপনি 50 হাজার টাকার iPhone 11 কিনতে চান, তাহলে Second Hand iPhone আপনি 20 হাজার টাকার বাজেটে কিনতে পারবেন। যারা পছন্দ মতো মোবাইল শুধু মাত্র বেশি দাম হওয়ার জন্য কিনতে পারে না তাদের কাছে এই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন সবচেয়ে সুবিধাজনক হয়।

যদি কারোর হঠাৎ করে temporary ফোনের প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রেও সেকেন্ড হ্যান্ড ফোন তাদের কাছে সবথেকে বেস্ট অপশন। যদি আপনিও নতুন সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চান, সেইজন‍্যেই এই আর্টিকেলে এমনই কিছু উপায়ে‌র কথা বলা হয়েছে, যার মাধ্যমে খুব কম দামে এবং ভালো কন্ডিশনেও মোবাইল ফোন পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here