Home খবর 20,000 টাকার বাজেটে বেস্ট Samsung 5G ফোনের লিস্ট, সস্তায় পাওয়া যাবে দারুণ ফিচার

20,000 টাকার বাজেটে বেস্ট Samsung 5G ফোনের লিস্ট, সস্তায় পাওয়া যাবে দারুণ ফিচার

ভারতে টেক কোম্পানি Samsung প্রায় 30 বছর ধরে তাদের ব্যাবসা চালিয়ে যাচ্ছে। এর ফলে কোম্পানির ওপর সব ধরনের ইউজারদের যথেষ্ট ভরসা রয়েছে এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্রসঙ্গ উঠলে সবার আগে স্যামসাঙের নামই ওঠে। স্যামসাঙ স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি যেমন মজবুত হয় তেমনই দীর্ঘ দিন পর্যন্ত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাওয়া যায়। এর ফলে অনেক দিন পর্যন্ত স্যামসাঙ স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম ব্যাবহার করা যায়। যেসব ইউজাররা চাইনিজ স্মার্টফোন কিনতে চান না তাদের জন্য স্যামসাঙ একটি দারুণ ব্র্যান্ড অপশন। এই পোস্টে 20 হাজার টাকা রেঞ্জে বেস্ট 5G স্যামসাঙ স্মার্টফোনের লিস্ট শেয়ার করা হল।

20,000 টাকা দামের বেস্ট Samsung 5G স্মার্টফোন

Samsung Galaxy F55 5G

Samsung গত বছর ভারতে তাদের Galaxy F55 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি ফিচার এবং পারফরমেন্সের দিক থেকে এই বাজেটের অন্য যে কোনো ফোনকে টক্কর দিতে সক্ষম। গেমিং থেকে শুরু করে ক্যামেরা সব সেগমেন্টেই এই ফোনটি একটি সেরা অপশন।

এই ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি প্রায় সমস্ত 5G ব্যান্ড সাপোর্ট করে।

Samsung Galaxy F55 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Qualcomm Snapdragon 7 Gen 1
RAM 8GB
स्टोरेज 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 8MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 50MP
ব্যাটারি 5,000mAh

 

Samsung Galaxy M35 256GB

এই লিস্টের দ্বিতীয় স্মার্টফোন Samsung Galaxy M35। এই ফোনে সুন্দর ডিসপ্লে সহ দারুণ ক্যামেরা রয়েছে। এই ফোনে 6.6 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। 120Hz রিফ্রেশ রেটযুক্ত এই স্ক্রিনে Corning Gorilla Glass, Glass Victus Plus কোটিং রয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। ওআইএস ফিচার সহ এই ফোনের ক্যামেরা স্টেবল ইমেজের পাশাপাশি ভিডিও ক্যাপচার করতে সক্ষম। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং ফোনটিতে 4 বছর ওএস আপডেট দেওয়া হবে। জানিয়ে রাখি সাধারণত এই বাজেটের ফোনে এত দীর্ঘ আপডেট পাওয়া যায় না। প্রসেসিঙের জন্য Galaxy M35 ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1380 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000mAh ব্যাটারি রয়েছে।

Samsung Galaxy M35 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.6-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Samsung Exynos 1380
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 8MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 6,000mAh

Samsung Galaxy A16 5G

যাদের বাজেট 15 হাজার থেকে 20 হাজার টাকার মধ্যে তাদের জন্য Samsung Galaxy A16 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে 1080×2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। এই রেঞ্জে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ খুব কম ফোনেই দেখা যায়। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে এবং এই ফোনটিতে 6 বছর পর্যন্ত ওএস ও সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এত কম রেঞ্জের কোনো ফোনেই এত দীর্ঘ সফটওয়্যার সাপোর্ট পাওয়া যায় না।

Samsung Galaxy A16 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.7-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 90Hz
প্রসেসর MediaTek Dimensity 6300
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 5MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 5,000mAh

Samsung Galaxy M34 5G

এই বাজেট রেঞ্জে Samsung का Galaxy M34 5G ফোনটি একটি সুন্দর অপশন। এই ফোনে 1080×2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 1000nits পীক ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনটি সুরক্ষিত রাখার জন্য এই ডিসপ্লেতে Corning Gorilla Glass v5 কোটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP + 8MP + 2MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সবচেয়ে বড় কথা এই ক্যামেরা OIS সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ক্যামেরা সেগমেন্টের অন্যতম বেস্ট অপশন।

প্রসেসিঙের জন্য এই ফোনে 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Samsung Exynos 1280 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফলে দৈনন্দিন কাজে ফোনটি স্লো হবে না। এই ফোনটি 6GB ও 8GB RAM এর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

Samsung Galaxy M34 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.5-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 120Hz
প্রসেসর Samsung Exynos 1280
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 8MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 5,000mAh

Samsung Galaxy A15 5G

গত বছর Samsung তাদের Galaxy A সিরিজের অধীনে A14 স্মার্টফোন লঞ্চ করেছিল এবং এই ফোনটিও একটি দারুণ অপশন। সবচেয়ে বড় কথা এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে এবং সবকটি মডেলের দামই 20 হাজার টাকার মধ্যে।

Samsung Galaxy A15 5G ফোনে 6.5 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন ভাইব্রেন্ট ভিজুয়াল এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।

প্রসেসিঙের জন্য এই ফোনে 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6100 Plus অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। কোম্পানি এই ফোনটি 8GB এবং 6GB RAM সহ পেশ করেছে। তবে ফোনটির দুটি মডেলে 128GB এবং একটি মডেলে 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP প্রাইমারি, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনে 4 বছর অপারেটিং সিস্টেম এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।

Samsung Galaxy A15 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে 6.5-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে
রিফ্রেশ রেট 90Hz
প্রসেসর MediaTek Dimensity 6100 Plus
RAM 8GB
স্টোরেজ 128GB
রেয়ার ক্যামেরা 50MP + 5MP+ 2MP
ফ্রন্ট ক্যামেরা 13MP
ব্যাটারি 5,000mAh