মাত্র 13,499 টাকা দামে লঞ্চ হল 40 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, জেনে নিন ফিচার

Highlights

  • Blaupunkt ভারতে 40-ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি লঞ্চ করেছে।
  • এই টিভিটি Flipkart Big Saving Days সেল চলাকালীন কেনা যাবে।
  • এই টিভিতে 512MB RAM এবং 4GB বিল্ট-ইন স্টোরেজ রয়েছে।

Blaupunkt ভারতীয় মার্কেটে Sigma 40-ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি লঞ্চ করেছে। কোম্পানি এই টিভিটি Flipkart এর সাথে পার্টনারশিপ করে লঞ্চ করেছে। এই নতুন টিভিতে 40-ইঞ্চি ডিসপ্লে, দুটি 40-ওয়াটের স্পিকার এবং দুর্দান্ত সাউন্ড টেকনোলজি দেওয়া হয়েছে। এই পোস্টে এই লেটেস্ট বাজেট স্মার্ট টিভিটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: মে মাসেই লঞ্চ হবে POCO F5, Google Pixel 7A, Realme 11 Pro সিরিজসহ একাধিক স্মার্টফোন, দেখে নিন সম্পূর্ণ তালিকা

40-ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির দাম এবং সেল

লেটেস্ট Blaupunkt স্মার্ট টিভির দাম রাখা হয়েছে 13,499 টাকা। এটি ভারতের সবচেয়ে সাশ্রয়ী 40-ইঞ্চি Android TV তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আগামী 4 মে থেকে শুরু হতে চলা Big Saving Days সেল চলাকালীন এই টিভিটির চালু হবে।

Blaupunkt Sigma 40-ইঞ্চি স্মার্ট টিভির স্পেসিফিকেশন

  • এই টিভিতে HD রেজলিউশন, 60Hz রিফ্রেশরেট এবং 300 নিটস ব্রাইটনেসসহ 40-ইঞ্চি LED ডিসপ্লে রয়েছে।
  • অডিও আউটপুটের জন্য নতুন Blaupunkt সিগমা সিরিজের স্মার্ট টিভিতে দুটি 40W স্টেরিও বক্স স্পিকার রয়েছে।
  • অডিও আউটপুট ডলবি ডিজিটাল প্লাস এবং ডিটিএস ট্রুসারাউন্ড টেকনিক দ্বারা টিউন করা হয়েছে।
  • এই টিভিতে Mali G31 GPU সহ একটি Amlogic কোয়াড-কোর প্রসেসর রয়েছে।
  • এছাড়াও এই টিভিতে 512MB RAM এবং 4GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • এটি একটি Android স্মার্ট টিভি এবং এতে গুগল অ্যাসিস্ট্যান্টসহ বিল্ট ইন Chromecast এবং অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোর রয়েছে।
  • এই টিভিতে রিমোট কন্ট্রোল রয়েছে। এই রিমোটে Amazon Video, Zee5, Sony LIV, এবং Voot এর জন্য ডেডিকেটেড বাটন দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটির জন্য এই টিভিতে তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, RF ইনপুট, ব্লুটুথ এবং Wi-Fi অপশন রয়েছে।

4 মে থেকে Flipkart এ শুরু হচ্ছে Big Saving Days সেল

Flipkart এ Big Saving Days সেল চলাকালীন Blaupunkt এর অনেক টিভি মডেলে আকর্ষণীয় ডিসকাউন্ট পাওয়া যাবে। গ্রাহকরা Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের সাথে 5% ক্যাশব্যাক এবং SBI কার্ড লেনদেনে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। Flipkart এর Big Saving Days সেল 4 মে থেকে শুরু হবে এবং 10 মে পর্যন্ত চলবে। আরও পড়ুন: আমাজন গ্রেট সামার সেল 2023 : সস্তায় পাওয়া যাচ্ছে স্মার্টফোন, দেখে নিন সবচেয়ে সেরা ডিলের তালিকা

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here