BSNL এর দুর্দান্ত প্ল্যান! 130 দিন ধরে পাওয়া যাবে Unlimited Data এবং ফ্রি কলিং

ভারতের সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) মার্কেটের অন্যান্য কোম্পানিকে টেক্কা দেওয়ার জন্য একের পর এক দুর্দান্ত প্রিপেইড প্ল্যান পেশ করে থাকে। এর মধ্যে অন্যতম একটি হল 699 টাকা দামের Prepaid Plan। আপনিও যদি একজন BSNL গ্রাহক হয়ে থাকেন এবং এমন একটি প্ল্যানের খোঁজ করছেন যেখানে কম দামে আনলিমিটেড কলিং, ইন্টারনেটের সঙ্গেই দীর্ঘ ভ্যালিডিটি পাওয়া যায় তবে এটি নিঃসন্দেহে আপনার জন্য একটি সেরা অপশন। জানিয়ে রাখি এই প্ল্যানে 4 মাসেরও বেশি ভ্যালিডিটি পাওয়া যায়। এই পোস্টে আমরা BSNL এর এই 130 দিন ভ্যালিডিটির দীর্ঘমেয়াদি প্ল্যানটি সম্পর্কে আলোচনা করব।

BSNL এর 699 টাকা দামের প্ল্যান

BSNL কর্ণাটকের টুইটার হ্যান্ডেল @BSNL_KTK এর মাধ্যমে কোম্পানির এই প্ল্যানটি সম্পর্কে জানানো হয়েছে। জানিয়ে রাখি এটি কোনো নতুন প্ল্যান নয়। কোম্পানি তাদের এই প্ল্যানটি 1 এপ্রিল, 2021 একটি প্রমোশনাল এক্সট্রা ভ্যালিডিটি অফারের সঙ্গে পেশ করেছিল। যদিও বর্তমানে এই প্ল্যানের ভ্যালিডিটি আগের চেয়ে অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তা সত্তেও এই প্ল্যানটি অধিকাংশ Reliance Jio, Airtel এবং Vodafone idea প্ল্যানের থেকে বেশি লাভজনক। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই প্ল্যানটির বিভিন্ন বেনিফিট সম্পর্কে।

4 মাসের দীর্ঘ ভ্যালিডিটি

আগেই বলা হয়েছে BSNL এর এই রিচার্জ প্ল্যানের দাম 699 টাকা। এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকদের মোট 130 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। অর্থাৎ একবার রিচার্জ করলে 4 মাসেরও বেশি সময় পর্যন্ত নিশ্চিন্তে থাকা যাবে।

পাবেন 65GB ডেটা

এই প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেট পাওয়া যায়। কিন্তু ডেইলি ডেটা লিমিটের আওতায় 0.5Gb ডেটা দেওয়া হয়। ডেইলি ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 80kbps হয়ে যায়। অর্থাৎ হিসাব করলে দেখা যায় এই প্ল্যানে মোট 65GB হাই স্পীড ডেটা উপভোগ করা যায়।.

রয়েছে ফ্রি কলিং এবং SMS এর সুবিধাও

এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকদের আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হয়। এছাড়াও এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 100টি করে ফ্রি SMS দেওয়া হয়।

Note: এই প্ল্যানটি BSNL কর্ণাটক সার্কেলে কার্যকর। আপনি যদি অন্য কোনো রাজ্যের বাসিন্দা হয়ে থাকেন তবে কোম্পানির ওয়েবসাইট বা কাস্টোমার কেয়ারে কল করে জেনে নিতে পারেন আপনি এই প্ল্যানটি ব্যাবহার করতে পারবেন কি না।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here