নিজের ফোনে দেখুন Chandrayaan 3-এর লাইভ ল্যান্ডিং, ইতিহাস গড়তে চলেছে ভারত

Chandrayaan 3 এর মাধ্যমে আজ ভারত নতুন ইতিহাস গড়তে চলেছে। যা আজ পর্যন্ত বিশ্বের অন্য কোন দেশ করে উঠতে পারেনি ভারতের চন্দ্রযান-3 সেই কাজ করতে চলেছে। কোটি কোটি মানুষ দীর্ঘ দিন ধরে এই দিনের অপেক্ষায় রয়েছে এবং আজ সন্ধ্যায় সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। আজ Chandrayaan-3 চাঁদের দক্ষিণ মেরুতে (lunar south pole) ল্যান্ড করবে এবং এই ঘটনা সবাই তাদের ফোনের মাধ্যমেই লাইভ দেখতে পারবেন। আরও পড়ুন: লিক হল OnePlus 12 এর স্পেসিফিকেশন, স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং 24GB পর্যন্ত RAM সহ হতে পারে লঞ্চ

এখানে দেখুন Chandrayaan-3 এর লাইভ ল্যান্ডিং

এই ইউটিউব ভিডিও লিঙ্কে চন্দ্রযান 3 এর ল্যান্ডিং লাইভ দেখানো হবে। এছাড়া ইসরো এবং ভারত সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে Chandrayaan 3 এর ল্যান্ডিং দেখানো হবে। আজ অর্থাৎ 23 আগস্ট বিকাল 5টা বেজে 27 মিনিটে এই লাইভ ল্যান্ডিং শুরু হবে। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করেও এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী থাকা যাবে।

  • ISRO Website

ইসরোর অফিসিয়াল সাইটে Chandrayaan 3 এর লাইভ ল্যান্ডিং দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – isro.gov.in

  • ISRO YouTube

ইসরোর ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের ফোনে Chandrayaan 3 এর লাইভ ল্যান্ডিং দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – youtube.com/watch

  • ISRO Facebook

ইসরো তাদের ফেসবুক পেজের মাধ্যমেও Chandrayaan 3 এর ল্যান্ডিং ভিডিও লাইভ দেখানো হবে। FB Iive দেখার জন্য এখানে ক্লিক করুন – facebook.com/ISRO

  • DD National TV

ভারত সরকারের দূরদর্শন নেটওয়ার্কেও ইসরোর এই মিশন তাদের সমস্ত টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে। অর্থাৎ ফোনের পাশাপাশি টেলিভিশনের মাধ্যমেও এই ল্যান্ডিং লাইভ দেখা যাবে।

Chandrayaan 3 এর সফল লঞ্চ

গত 14 জুলাই, 2023 শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার (Satish Dhawan Space Centre) থেকে Chandrayaan 3 লঞ্চ করা হয়েছিল। Indian Space Research Organization (ISRO) এর পক্ষ থেকে এই মিশ্নের জন্য GSLV Mark 3 rocket ব্যাবহার করা হয়েছিল এবং সব ক্ষেত্রেই এটি সফলতা অর্জন করেছে। আরও পড়ুন: কনফার্ম হল Realme GT 5 এর বিশেষ ফিচার, গীকবেঞ্চেও তালিকাভুক্ত এই স্মার্টফোন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here