Elon Musk পেতে পারেন স্যাটেলাইট ইন্টারনেটের লাইসেন্স্র, কি হবে আম্বানি এবং ভারতী মিত্তলের?

Elon Musk এর রকেট কোম্পানি SpaceX এর স্যাটেলাইট ইন্টারনেট ডিভিশন Starlink ভারতে 2021 সালে তাদের ব্যাবসা শুরু করার পর থেকেই প্রিবুকিং শুরু করে দিয়েছিল। অথচ এখনও পর্যন্ত কোম্পানি লাইসেন্স্র পায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী স্টারলিঙ্ক খুব তাড়াতাড়ি লাইসেন্স পেতে পারে। লাইসেন্স্র পেয়ে গেলেই এই কোম্পানি স্যাটেলাইট ব্যাবহার করে ভয়েস এবং ডেটা কমিউনিকেশন পরিষেবা চালু করে দেবে। এই সেক্টরে আগে থেকে উপস্থিত আম্বানি এবং ভারতী মিত্তলকে এই প্রতিযোগিতার জন্য তৈরি থাকা দরকার। আরও পড়ুন: WhatsApp New Update: এখন থেকে চ্যাটে ম্যাসেজ সার্চ করা আরও সহজ! আসতে চলেছে নতুন ফিচার

রিপোর্ট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ডেটা স্টোরেজ এবং ট্রান্সফার নর্ম সম্পর্কে স্টারলিঙ্কের কাছে কিছু প্রশ্ন করেছিল এবং কোম্পানির দেওয়া উত্তরে সরকার পুরোপুরি সন্তুষ্ট। সিকিউরিটি চেকের পর কোম্পানিকে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন স্যাটেলাইট সার্ভিসেস (GMPCS) এর লাইসেন্স দিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে কোম্পানি দেশে স্যাটেলাইট ব্রডব্যান্ড, ভয়েস এবং ম্যাসেজিং সার্ভিসেস দিতে পারবে।

মাস্কের আগে রাজত্ব করছে আম্বানি এবং মিত্তল

এখনও পর্যন্ত ভারতে শুধুমাত্র দুটি কোম্পানি GMPCS লাইসেন্স পেয়েছে। এই দুটি কোম্পানি হল রিলায়েন্স জিওর স্যাটকম কোম্পানি এবং সুনীল মিত্তলের কোম্পানি ওয়ানওয়েব। তাই স্টারলিঙ্ক ভারতে তাদের ব্যাবসা শুরু করলে সবচেয়ে বেশি চাপে এই দুটি কোম্পানি পড়বে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: 50MP Camera সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Samsung এর নতুন স্মার্টফোন, ভারতে লঞ্চ হবে Galaxy M44 5G নামে

লাইসেন্সের জন্য আবেদন করেছে আমাজনও

জানিয়ে রাখি জ্যাক বেজসের কমাপ্নি আমাজন পর্যন্ত এই লাইসেন্সের জন্য আবেদন করেছে। তবে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো চিন্তাভাবনা করা হয়নি।

কিভাবে পাওয়া যায় লাইসেন্স?

স্যাটেকম সার্ভিস প্রোভাইডারদের জন্য ইন্ডিয়ান ন্যাশানাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার থেকেও অনুমতি প্রয়োজন হয়। এরপর কোম্পানিকে স্পেকট্রাম বিতরণের অপেক্ষা করতে হয়। আরও পড়ুন: আসতে চলেছে নতুন ভারতীয় স্মার্টফোন Lava Agni 2S! লিক হল ডিটেইলস

জানিয়ে রাখি স্টারলিঙ্ক মাস্কের কোম্পানি স্পেসএক্সের সহযোগী ফার্ম। 2021 সালের ফেব্রুয়ারি মাস থেকে স্পেসএক্স ইউএস, কানাডা এবং ইউকের মতো কিছু সিলেক্টেড স্থানে স্টারলিঙ্ক স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিসের প্রিবুকিং শুরু করে দিয়েছিল। এরপর ভারতেও এই প্রিবুকিং শুরু হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here