সিঙ্গেলদের জন্য ফেসবুকের নতুন উপহার, এখন চ‍্যাটি‌ং-এর সাথে হবে ডেটিং

Highlights
  • Realme 10 Pro series has been launched officially in China.
  • Realme 10 Pro+ ships with the latest Dimensity 1080 SoC, 108MP primary camera, and a 120Hz curved display.
  • Realme 10 Pro price starts at RMB 1599 (approx Rs 18,300)


সমগ্র বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলির মধ্যে সবচেয়ে বেশী ব‍্যবহৃত ওয়েবসাইট ফেসবুক। অনলাইনে মেলামেশা করার জন্য ফেসবুক অন‍্যতম, যা শুধু কাছের নয় বরং দূরের মানুষের সঙ্গেও আলাপ পরিচয় বাড়ায়। ফেসবুক উপভোক্তাদের জন্য খুব তাড়াতাড়ি চ‍্যাটি‌ং-এর সাথে সাথে ডেটিং-এর ফিচারও যোগ করতে চলেছে।

ফেসবুকের বার্ষিক কনফারেন্সে ফেসবুকের মার্ক জুকারবার্গ ঘোষনা করেছেন তারা খুব শীঘ্রই ফেসবুকের সঙ্গে ডেটিং সার্ভিস চালু করতে চলেছেন। মার্ক জানিয়েছেন বিশ্বের এক নম্বর অনলাইন বন্ধুত্বের প্ল‍্যাটফর্ম এখন থেকে রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতেও সাহায্য করবে। এই বক্তব্য মূলত তিনি ফেসবুকের সফটওয়্যার ডেভেলপমেন্ট টীমের উদ্দেশ্যে বলেন।

এই কনফারেন্সে মার্ক বলেন বর্তমানে প্রায় 20 কোটি ফেসবুক ব‍্যবহারকারী সিঙ্গেল, তাদের সাহায্য করতেই ফেসবুকের এই উদ্যোগ। এই নতুন ফিচার সিঙ্গেলদের নতুন সম্পর্কে যেতে সাহায্য করবে। তারা নিজের পছন্দমত পার্টনার বেছে নিতে পারবেন। মার্কের মতে এই সার্ভিসটি সম্পূর্ণ “সেফ অ্যান্ড সিকিওর”, এমনকি ব‍্যবহারকারীর ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুরা পর্যন্ত এই সার্ভিস সম্পর্কে কিছু জানতে পারবে না।

মোবাইল ফোনের সিমের জন্য আধার কার্ড জরুরী নয় : টেলিকম সচিব

আপাতত এই সার্ভিস কতদিনে চালু হবে সে সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করা হযনি। অর্থাৎ সিঙ্গেলদের এই মুহূর্তে অপেক্ষা করতে হবে। অপরদিকে ফেসবুক “ক্লিয়ার হিস্ট্রি” নামক এক নতুন ফিচার নিয়ে আসতে চলেছে, যা।ব্রাউজিং, চ‍্যাটি‌ং, অ্যাক্টিভিটি সম্পর্কিত রেকর্ড মুছতে কাজে লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here