50 হাজার বছর পর আবার আসছে ‘সবুজ ধুমকেতু’, দেখা যাবে ভারতেও, জেনে নিন কবে এবং কোথায় দেখা যাবে

Highlights

  • এই ধরনের ধুমকেতু শেষ দেখা গিয়েছিল Ice Age অর্থাৎ হিমযুগে।
  • এই বিশেষ ধুমকেতু 30 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির মধ্যে দেখা যাবে।
  • এই অসাধারণ মহাজাগতিক ঘটনাটি খালি চোখেই দেখা যাবে।
  • সবুজ রঙের এই ধুমকেতুর নাম রাখা হয়েছে C/2022 E3।

যেসব মানুষদের কাছের বিশ্বের চেয়ে কোটি কোটি কিলোমিটার দূরের অন্তরীক্ষের ঘটনা বেশ রোমাঞ্চকর মনে হয় তাদের জন্য এবার একটি দুর্দান্ত খবর রয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি রাতে প্রায় 50 হাজার বছর পর পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করতে চলেছে। মহাজাগতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই ধুমকেতু অন্যান্য সাধারণ ধুমকেতুর চেয়ে বেশ অন্য ধরনের এবং বিশেষ হতে চলেছে। একদিকে যেমন এই ধুমকেতুর রং সবুজ হবে তেমনই এটি এর আগে সেই Ice Age অর্থাৎ হিমযুগে পৃথিবীর এতটা কাছে দেখা গিয়েছিল। আরও পড়ুন: জেনে নিন BGMI এবং PUBG New State Mobile-এর চারটি প্রধান পার্থক্য

50 হাজার বছর পর আসছে Green Comet

এই ধুমকেতু সূর্যকে কেন্দ্র করে পরিক্রমা করে এবং একবার পূর্ণ প্রদক্ষিণ করতে এর সময় 50 হাজার বছর লাগে বলে জানা গেছে। এই মাসেরই গত 12 তারিখ এই ধুমকেতু সূর্যের সবচেয়ে কাছাকাছি গিয়েছিল। এবার এটি নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করতে চলেছে। বৈজ্ঞানিকরা জানিয়েছেন এর আগে এই ধুমকেতু শেষবার যখন পৃথিবীর এত কাছে এসেছিল তখন পৃথিবীতে নিয়ানডার্থাল (Neanderthal) মানুষ বসবাস করত। এই ধুমকেতুর নাম C/2022 E3 (ZTF) রাখা হয়েছে।

খালি চোখেই দেখা যাবে এই দারুণ দৃশ্য

আজ অর্থাৎ 30 জানুয়ারি থেকে আগামী পরশু অর্থাৎ 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই ধুমকেতু পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে এবং আগামীকাল 1 ফেব্রুয়ারি এটি সবচেয়ে কাছাকাছি চলে আসবে। রাতের সময় এই ধুমকেতু খালি চোখেই দেখা যাবে। মহাকাশ বিজ্ঞানীদের মতে এই ধুমকেতু ধূলো ও বরফ দিয়ে তৈরি এবং এর রং সবুজ। এর বিশেষ রঙের কারণে এর চারদিকে সবুজ রঙের রোশনাই দেখা যায়। যখন এই ধুমকেতু আমাদের সবচেয়ে লাছাকাছি থাকবে তখন পৃথিবী এবং এর মধ্যেকার দুরত্ব হবে প্রায় 2.7 কোটি কিলোমিটারের কাছাকাছি। আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি লঞ্চ হবে OnePlus Ace 2 স্মার্টফোন,জেনে নিন স্পেসিফিকেশন

ভারতেও দৃশ্যমান এই অভূতপূর্ব ঘটনা

রিপোর্ট অনুযায়ী 30 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এই ধুমকেতু প্রায় পুর ভারতেই দেখা যাবে। তবে ওড়িশায় এটি সবচেয়ে স্পষ্ট দেখা যাবে। রাতের সময় এটিকে মহাকাশে দেখা এবং আলাদাভাবে চেনাও যাবে। তবে টেলিস্কোপ বা দূরবীন ব্যাবহার করলে আরও পরিষ্কার এবং ভালো করে এই ধুমকেতু দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here