অত্যন্ত সহজেই বাড়ি বসে অনলাইনে কারেকশন করা যায় PAN Card এর ভুল তথ্য, জেনে নিন পদ্ধতি

ভারতে ব‍্যাঙ্ক থেকে শুরু করে ITR জমা করা পর্যন্ত সব ক্ষেত্রেই প‍্যান কার্ড দরকার হয়। তাই আজ আমরা আপনাদের প‍্যান কার্ডের নাম, জন্ম তারিখ ও ফোন নাম্বারের মতো গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করার পদ্ধতি সম্পর্কে জানাব। এটি অত্যন্ত সহজ একটি পদ্ধতি এবং বাড়ি বসে নিজেই অনলাইনে এটি করে নেওয়া যায়।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে লম্বা লাইনের ঝামেলা ছাড়াই অনলাইনে বানাবেন Driving License

অ্যাপ্লিকেশন  প্রসেস হয়ে গেলে নতুন প‍্যান কার্ড প্রিন্ট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তবে মনে রাখা দরকার, অনলাইন কারেকশনের পর প‍্যান কার্ডের নতুন প্রিন্ট করা হার্ড কপি হাতে পাওয়ার জন্য 106 টাকা 90 পয়সা দাম দিতে হবে। অন‍্যথায় যদি আপনি মনে করেন হার্ড কপির প্রয়োজন নেই, ডিজিটাল কপি দিয়েই কাজ চলে যাবে সেক্ষেত্রে এক টাকাও দিতে হবে না।

প্রয়োজন Aadhaar eKYC

প্রসেস বলার আগে জানিয়ে রাখি আমরা আপনাদের Aadhaar eKYC এর মাধ্যমে নাম আপডেট করার পদ্ধতি জানাতে চলেছি। আপনার আধার কার্ডের নাম ঠিক থাকলে নিচের পদ্ধতি ফলো করুন। আর যদি আধার কার্ডেও ভুল নাম থেকে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট বা ম‍্যারেজ সার্টিফিকেটের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সাবমিট করতে হবে।

আরও পড়ুন: জেনে নিন Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ফোটো ও ভিডিও রিকভার করার উপায়

কিভাবে PAN Card কারেকশন ও রিপ্রিন্ট করবেন?

– সবার আগে সরকারি ওয়েবসাইট NSDL এ যেতে হবে।

– ওয়েবসাইটে গিয়ে একটি টোকেন নাম্বার জেনারেট করতে হবে এবং এর জন্য অ্যাপ্লাই অনলাইনে জানতে চাওয়া তথ্য লিখতে হবে।

– তথ্যগুলি লেখার পর এক মাস ভ‍্যালিডিটির জন্য একটি টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে।

– টোকেন নাম্বারের পর Changes or Correction in existing PAN Data / Reprint of PAN Card এ ক্লিক করতে হবে।

আরও পড়ুন: Amazon – Flipkart থেকে শপিঙের সময় জোচ্চুরির হাত থেকে বাঁচাবে এই 5টি বিষয়, আর হবে না ঠকতে

– এরপর আপনি প‍্যান কার্ডের জন্য কোন ডকুমেন্ট দিতে চাইছেন সেটি সিলেক্ট করতে হবে, এবার e-KYC এর মাধ্যমে ডকুমেন্ট জমা করার অপশনে ক্লিক করতে হবে। এর ফলে কোনো অফিসে গিয়ে ডকুমেন্ট জমা করাতে হবে না।

– এরপর ফর্ম ভরার সময় যেসব ডেটা ঠিক করতে চান সেগুলি লিখুন।

আরও পড়ুন: এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করে জেনে নিন আপনার আধার কার্ড আসল না নকল?

– এর পরের পেজে আধার নাম্বারের প্রথম 8 ডিজিট নাম্বার লিখে পেজের একদম নিচে গিয়ে নেক্সটে ক্লিক করুন।

– এরপর পেমেন্ট করতে হবে। ভারতীয় নাগরিকদের রিপ্রিন্ট সহ আপডেট করার জন্য 106.90 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন ব‍্যাঙ্কিঙের মাধ্যমে জমা করাতে হবে।

আরও পড়ুন: এই দশটি পদ্ধতি অবলম্বন করে খুব সহজে নিজেই বদলাতে পারবেন আপনার আধার কার্ডের নাম, ঠিকানাসহ অন‍্যান‍্য ডিটেইলস

– পেমেন্ট প্রসেস কমপ্লিট হ‌ওয়ার পর একটি নতুন পেজে ট্রানজংকশন সফল হ‌ওয়ার কথা দেখানো হবে। এরপর আপনি ব‍্যাঙ্ক রেফারেন্স নাম্বার ও ট্রানজংকশন নাম্বার পেয়ে যাবেন। এই দুটি নাম্বার সেভ করে Continue তে ক্লিক করুন।

– এরপর আধার ভেরিফাই করাতে হবে। আধার কার্ড নাম্বারের নিচে দেওয়া বক্সে টিক করে Authenticate এ ক্লিক করতে হবে।

– আপনার ব‍্যাক্তিগত তথ্যগুলি যদি আধার কার্ডের সঙ্গে হুবহু এক হয় তবে e-Sign / e-KYC তে ক্লিক করুন।

– এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে OTP জেনারেট করা হবে।

আরও পড়ুন: প্রবল শীতের প্রভাব পড়ে আপনার ফোনের ওপরেও, জেনে নিন ফোনকে বাঁচানোর উপায়

– সেই ওটিপি লিখে সাবমিট বাটনে ক্লিক করুন।

– এরপর একটি নতুন পেজ ওপেন হবে। এটি আপনি সরাসরি ডাউনলোড করে রাখুন অথবা ইমেইলের মাধ্যমেও পাবেন।

– প্রসেস কমপ্লিট হ‌ওয়ার 14 দিনের মধ্যে আপনার দেওয়া ঠিকানায় আপডেট করা নতুন প‍্যান কার্ড চলে আসবে।

NOTE: মনে রাখবেন, আপনার দেওয়া তথ্য আধার কার্ডের ডিটেইলসের সঙ্গে ম‍্যাচ করা হবে। যদি আপনার দেওয়া ডেটা এবং আধার কার্ডের ডেটা আলাদা হয় সেক্ষেত্রে প্রসেস পুরো করা হবে না। তাই আবারও সতর্ক করছি, সাবমিট বাটনে ক্লিক করার আগে নিজের লেখা তথ্য ভালো করে পড়ে নিন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here