এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করে জেনে নিন আপনার আধার কার্ড আসল না নকল?

আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড অন‍্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্টের স্থান দখল করে নিয়েছে। শুধুমাত্র আধার কার্ড সাথে রাখলেই বেশিরভাগ সরকারি ও বেসরকারি কাজ খুব সহজেই মিটিয়ে নেওয়া যায়। এমন অবস্থায় যদি দেখা যায় কারোর আধার কার্ড নকল সেক্ষেত্রে ভোগান্তির আর শেষ থাকবে না। তাই প্রত‍্যেকের‌ই যাচাই করে নেওয়া উচিত যে তাঁর আধার কার্ড আসল কি না। আসল নকল আধার কার্ড চেক করা এখন খুবই সহজ হয়ে গেছে। কয়েকটি সহজ পদ্ধতিতে বাড়ি বসেই আধার কার্ডের সত‍্যতা চেক করা যায়।

আরও পড়ুন: খুব সহজেই লুকানো যায় WhataApp এর সিক্রেট চ‍্যাট, জেনে নিন পদ্ধতি

আধার কার্ড আসল না নকল তা চেক করার পদ্ধতি বলার আগে জানিয়ে রাখি আধার সম্পর্কিত যে কোনো অনলাইন কাজের সময় রেজিস্টার মোবাইল নাম্বার কাছে থাকা খুবই প্রয়োজন। এছাড়া আপনার আধার কার্ডে যদি নাম, ঠিকানা বা অন্য কোনো তথ্য ভুল থাকে তা কিভাবে ঠিক করবেন জানার জন্য এখানে ক্লিক করুন

আধার কার্ড আসল না নকল চেক করার পদ্ধতি

– সবার আগে অফিসিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in/verify এ যেতে হবে।

আরও পড়ুন: প্রবল শীতের প্রভাব পড়ে আপনার ফোনের ওপরেও, জেনে নিন ফোনকে বাঁচানোর উপায়

– এই ওয়েবসাইটে আধার ভেরিফিকেশন পেজ ওপেন হবে এবং সেখানে আধারনাম্বার এন্টার করার জন্য একটি টেক্সট বক্স দেখা যাবে।

– 12 ডিজিটের আধার নাম্বার লেখার পর ডিসপ্লেতে দেওয়া ক‍্যাপচা কোড এন্টার করতে হবে।

– এরপর ভেরিফাই বাটনে ক্লিক করলে আধার নাম্বার লেখা একটি নতুন পেজ খুলে যাবে।

আরও পড়ুন: জেনে নিন কিভাবে ফোনে ব‍্যাকগ্ৰাউন্ডে চলবে YouTube, এক‌ই সঙ্গে চলুক গান এবং অন্য অ্যাপে করুন কাজ

– আধার নাম্বার ছাড়া নিচে ফুল ডিটেইলস লেখা থাকবে। যদি আধার নাম্বার নকল হয় সেক্ষেত্রে “Invalid Aadhaar Number” লেখা দেখাবে।

Note: আধার সম্পর্কিত কোনো অভিযোগ দায়ের করার জন্য টোল ফ্রি নাম্বার 1947 এ কল করুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here