এই দশটি পদ্ধতি অবলম্বন করে খুব সহজে নিজেই বদলাতে পারবেন আপনার আধার কার্ডের নাম, ঠিকানাসহ অন‍্যান‍্য ডিটেইলস

আজকের দিনে আধার কার্ড সমস্ত ভারতীয় নাগরিকের প্রথম পরিচয়পত্র। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ প্রত‍্যেকের‌ই আধার কার্ড আছে। স্কুল-কলেজ থেকে ব‍্যাঙ্ক ও বিভিন্ন সরকারি কাজের সময় পরিচয়ের জন্য আধার কার্ডকেই প্রাথমিকতা দেওয়া হয়। তবে প্রায়ই দেখা যায় আধার কার্ডে নামের বানান ও ঠিকানাসহ বিভিন্ন পরিবর্তন করতে হয়। আর এরপর আসে স্থানীয় আধার সেন্টার খুঁজে দীর্ঘ লাইনে অপেক্ষা করার পালা। তাই আজ আমরা আপনাদের এমন এক পদ্ধতি সম্পর্কে বলতে চলেছি যার সাহায্যে বাড়ি বসে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে নিজের আধার কার্ডে পরিবর্তন করতে পারবেন এবং এর জন্য কোনো লাইনে দাঁড়ানোর বা অতিরিক্ত টাকা খরচের প্রয়জন নেই।

কিভাবে ডিটেইলস পরিবর্তন করবেন?

1. প্রথমে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in ওপেন করুন।

2. কিছুটা নিচে স্ক্রল করার পর ‘Update Demographic Data’ অপশন পাওয়া যাবে, এতে ক্লিক করুন।

3. এবার নতুন ট‍্যাব খুলে যাবে, এখানে ‘Proceed To Update’ সিলেক্ট করুন।

4. ডাটা আপডেট করার আগে আধার কার্ডের নাম্বার জানতে চাওয়া হবে এবং আধার নাম্বার দেওয়ার পর রেজিস্টার করা মোবাইল নাম্বারে OTP আসবে, সেটি সাবমিট করুন।

5. লগইন হয়ে যাওয়ার পর আবার ‘Update Demographic Data’ অপশন সিলেক্ট করতে হবে, এরপর পরিবর্তনীয় ডিটেইলসের অপশন পাওয়া যাবে।

6. এখানে নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নাম্বার, ভাষা, লিঙ্গ, ইমেইলসহ অন‍্যান‍্য অপশন পাওয়া যাবে। এর মধ্যে যেগুলি পরিবর্তন করতে চান সেগুলিতে ক্লিক করে নতুন ডিটেইলস লিখে দিন।

7. নতুন ডিটেইলস ইংরেজি ও বাংলা উভয় ভাষায় লেখা যাবে। তবে এক্ষেত্রে একটু বেশিই মনোযোগ দিয়ে লিখবেন যাতে কোনো ভুল না হয়।

8. সমস্ত ডিটেইলস লেখার পর অ্যাড্রেস প্রুফ হিসেবে কোনো আইডি আপলোড করতে হবে। এটি PDF, JPEG বা PNG যে কোনো ফরম‍্যাটে আপলোড করা যাবে।

9. ফর্ম কমপ্লিট হয়ে গেলে 50 টাকার অনলাইন পেমেন্ট করতে হবে। উল্লেখ্য এই পেমেন্ট ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব‍্যাঙ্কিঙের মাধ্যমে করা যায়।

10. পেমেন্ট হয়ে গেলে মোবাইল নাম্বারে কনফার্মেশনের সঙ্গে URN Code পাঠিয়ে দেওয়া হবে। এই কোডের সাহায্যে আপডেশনের প্রোসেস ট্র‍্যাক করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here