জেনে নিন FASTag ব্যালেন্স চেক এবং রিচার্জ করার সবচেয়ে সহজ পদ্ধতি

Highlights

  • FASTag ভারতের একটি ডিজিটাল টোল সংগ্রহ করার পদ্ধতি।
  • FASTag ভারতে ব্যক্তিগত এবং বাণিজ্যিক যানবাহনের জন্য জরুরি।
  • Fastag অ্যাকাউন্ট Gpay, PhonePe এবং Paytm দিয়ে রিচার্জ করা যাবে।

ভারত সরকার টোল প্লাজাগুলিতে দীর্ঘ যানজট কমাতে ডিজিটাল টোল কালেক্টিং সিস্টেম FASTag সারা দেশে কার্যকর করেছে। এটি ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি দ্বারা পরিচালিত হয়। এই ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম রেডিও ফ্রিকোয়েন্সির সাহায্যে ইউজারদের লিঙ্ক করা অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল সংগ্রহ করে।যার ফলে টোল প্লাজায় ওয়েটিং আগের তুলনায় অনেকটাই কমে গেছে। আরও পড়ুন: 1 এপ্রিল থেকে টুইটার ইউজারদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কিনতে হবে সাবস্ক্রিপশন, তাহলেই পাওয়া যাবে ব্লু টিক

কেন্দ্রীয় সরকার FASTag সমস্ত প্রাইভেট এবং কমার্শিয়াল যানবাহনের জন্য বাধ্যতামূলক করেছে। তবে টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ETC)-এনেবল লেনের মধ্য দিয়ে যাওয়ার সময়, আপনার FASTag অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ থাকা প্রয়োজন। তাই আপনি যদি জাতীয় সড়ক পথে যান তাহলে FASTag অ্যাকাউন্ট অবশ্যই রিচার্জ করে নেবেন। এই পোস্টে আপনাদের স্টেপ বাই স্টেপ FASTag অ্যাকাউন্ট রিচার্জ করা এবং ব্যালেন্স চেক করার বিষয়ে জানানো হল।

FASTag রিচার্জ করার পদ্ধতি

FASTag অ্যাকাউন্ট বিভিন্ন উপায়ে রিচার্জ করা যায়। FASTag অ্যাকাউন্টের অফিসিয়াল ওয়েবসাইট সহ Gpay, PhonePe বা Paytm-এর মতো ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমেও Fastag রিচার্জ করা যেতে পারে। এই পোস্টে আপনাদের Paytm থেকে Fastag রিচার্জ করার বিষয়ে জানানো হল।

স্টেপ 1: প্রথমে Paytm অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: এখানে আপনি Fastag রিচার্জের অপশন পাবেন।

স্টেপ 3: এখন আপনাকে FASTag প্রদানকারী ব্যাঙ্ক নির্বাচন করতে হবে।

স্টেপ 4: এবার আপনাকে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

স্টেপ 5: এবার আপনাকে রিচার্জ প্রসেস সম্পূর্ণ করতে ‘Proceed ‘ এ ক্লিক করতে হবে।

FASTag অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি

FASTag অ্যাকাউন্ট সবসময় আপনার অফিসিয়াল ব্যাঙ্ক আইডি দিয়ে ক্রিয়েট করতে হয়। FASTag ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে আপনার ব্যাঙ্কের ওয়েবসাইট খুলতে হবে যেখান থেকে আপনি FASTag ID তৈরি করেছেন। সবার প্রথমে ব্যাঙ্কের ওয়েবসাইট খুলে FASTag ক্যাটাগরি সার্চ করতে হবে এবং আপনার আইডি দিয়ে লগইন করতে হবে। তারপর আপনি Fastag ব্যালেন্স অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। আরও পড়ুন: ভারতে 4 এপ্রিল লঞ্চ হবে OnePlus Nord CE 3 Lite 5G স্মার্টফোন এবং OnePlus Nord Buds 2

NHAI ওয়ালেট FASTag ব্যালেন্স চেক করার পদ্ধতি

স্টেপ 1: প্রথমে ফোনে My FASTag অ্যাপ খুলতে হবে।

স্টেপ 2: তারপর আপনাকে অ্যাপে লগইন করতে হবে।

স্টেপ 3: এখান থেকে আপনি FASTag অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন।

কিভাবে SMS এর মাধ্যমে FASTag ব্যালেন্স চেক করবেন?

আপনি যদি FASTag এ SMS সার্ভিস রেজিস্ট্রার করে রাখেন তাহলে প্রতিবার FASTag-এর মাধ্যমে পেমেন্ট করার সময় ট্রানজেকশন ডিটেইলস পাবেন। এই SMS-এ আপনারা শেষ FASTag লেনদেনের ডিটেইলস পাবেন। আরও পড়ুন: মাত্র 12,499 টাকায় লঞ্চ হল 32MP সেলফি ক্যামেরাসহ Tecno Spark 10 Pro স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

মিসড কলের মাধ্যমে FASTag ব্যালেন্স চেক করার পদ্ধতি

NHAI মিসড কলের মাধ্যমে ব্যালেন্স চেক করার সুবিধাও দেয়। আপনি রেজিস্ট্রার মোবাইল নম্বর থেকে NSAI +91-8884333331-এর অফিসিয়াল নম্বরে কল করতে পারেন। মিসড কলের পর আপনার নম্বরে একটি নোটিফিকেশন আসবে, যেখানে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here