জেনে নিন ই শ্রমিক কার্ড ডাউনলোড করার সবথেকে সহজ পদ্ধতি

কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি শ্রেণীর মানুষের উন্নয়নের জন্য নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসে। কেন্দ্রীয় সরকার প্রবাসী শ্রমিক, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিক, বিউটিশিয়ান এবং হস্তশিল্পের সাথে জড়িত শ্রমিকদের জন্য ই-শ্রমিক কার্ড নিয়ে এসেছে। এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা অনেক সুযোগ-সুবিধা পান। আপনি যদি এই কাজের সাথে যুক্ত হয়ে থাকেন এবং আপনি ই-শ্রম কার্ডের জন্য রেজিস্ট্রার করলেও কার্ডটি ডাউনলোড না করে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য। কারণ আজকের এই পোস্টে আপনাদের ই-শ্রম কার্ড ডাউনলোড করার সহজ উপায় সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই ভারতের মার্কেটে আসছে Xiaomi এর লো বাজেট স্মার্টফোন Redmi A2, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

এইভাবে ই-শ্রম কার্ড ডাউনলোড করুন

স্টেপ 1: সবার প্রথমে আপনাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

স্টেপ 2: ই-শ্রম কার্ডের জন্য তৈরি এই বিশেষ ওয়েবসাইটের হোম পেজে, আপনাকে ‘আপডেট’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আপডেটে ক্লিক করার পরে, নতুন পেজে UAN নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা কোড দেওয়ার পরে আপনাকে GENERATE OTP তে ক্লিক করতে হবে।

স্টেপ 4: OTP দেওয়ার পরে আপনি আপডেট প্রোফাইল এবং কার্ড ডাউনলোডের দুটি অপশন পাবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি সহজেই আপনার ই-শ্রম কার্ড ডাউনলোড করতে পারেন। আরও পড়ুন: 80W ফাস্ট চার্জিং সহ সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত Vivo এর নতুন ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ই-শ্রম কার্ডের জন্য এইভাবে রেজিস্ট্রেশন করা যাবে

ভারত সরকারের অধীনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের পরিবারকে সাহায্য করার জন্য 2022 সালে ই-শ্রম যোজনা চালু করেছে। এর আওতায় সরকার শ্রমিকদের দক্ষতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেবে। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কর্মীদের অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এই পোস্টে আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: বিহার-ঝাড়খণ্ডে ব্লক হল 2 লক্ষেরও বেশি সিম কার্ড! জেনে নিন কারণ

ই-শ্রমিক কার্ড রেজিস্ট্রেশনের পদ্ধতি

স্টেপ 1: প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে (eshram.gov.in) যেতে হবে।

স্টেপ 2: হোম পেজে, ‘Register on E-Shram অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 3: আধারের মাধ্যমে লিঙ্ক করা মোবাইল নম্বর এবং ক্যাপচা লিখতে হবে এবং ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে।

স্টেপ 4: আপনার ফোনে আসা ‘OTP’ লিখতে হবে এবং ই-শ্রমের জন্য রেজিস্ট্রেশন ফর্ম খুলবে।

স্টেপ 5: রেজিস্ট্রেশন ফর্মে জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সাবধানে পূরণ করতে হবে এবং ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এইভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। আরও পড়ুন: বিশেষ প্ল্যান নিয়ে হাজির Vi, প্রতিদিন পাবেন 2GB ডেটা এবং আনলিমিটেড কলিং এর সুবিধা

ই-শ্রমিক কার্ডের জন্য কারা আবেদন করতে পারবেন?

16 থেকে 59 বছর বয়সী ভারতীয় নাগরিকরা ই-শ্রমিক কার্ডের জন্য রেজিস্ট্রার করতে পারেন। রেজিস্ট্রেশন করার পরে, আপনি একটি 12 সংখ্যার ইউনিক নম্বর পাবেন। এর সাহায্যে আপনি শ্রমিকদের জন্য সরকার কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রকল্পের সুবিধা নিতে পারেন। আরও পড়ুন: মাত্র 9,799 টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হল Infinix Android TV টিভি, জেনে নিন ফিচার

ই-শ্রমিক কার্ড রেজিস্ট্রেশনের জন্য এই বিষয়গুলো মাথায় রাখুন

  • আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সাথে লিঙ্ক থাকতে হবে।
  • আপনার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • এই কার্ডের জন্য আবেদন করতে চাইলে আপনার বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে।
  • আপনার EPFO /ESIC বা NPS অ্যাকাউন্ট যেন না থাকে।

ই-শ্রমিক কার্ডের সুবিধা

  • এই প্রকল্পের উদ্দেশ্য হল অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা এবং পরিষেবার উন্নতি করা।
  • ই-শ্রমিক কার্ড রেজিস্ট্রেশনের পর সেই ব্যক্তি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে 2 লক্ষ টাকার একটি দুর্ঘটনা বীমা কভার পান।
  • জরুরি অবস্থা বা জাতীয় মহামারীতে কার্ডধারীরা প্রয়োজনীয় সহায়তা পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here