চিরতরে বন্ধ করে ফেলুন টেলিগ্রাম অ্যাকাউন্ট, জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

ভারত সহ বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন ইউজার জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp এর পরিবর্তে Telegram বেছে নেয়। ইউজাররা টেলিগ্রামে এমন অনেক ফিচার পান, যা WhatsApp এ পাওয়া যায় না। টেলিগ্রামে 2 লাখ মানুষকে গ্রুপে যুক্ত করা যায়। পাশাপাশি মেসেজ শিডিউল করা এবং নিকটবর্তী লোকেদের খুঁজে বের করার মতো ফিচারগুলি উপলব্ধ। এর পাশাপাশি, টেলিগ্রাম অ্যাপটির উপর গত কয়েক বছর ধরে ইউজারদের প্রাইভেসি সম্পর্কে অনেক প্রশ্ন উঠেছে। উদাহরণস্বরূপ, টেলিগ্রামের চ্যাটে ডিফল্টরূপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে না। এর পাশাপাশি এই অ্যাপটি ইউজারদের কাছ থেকে কোন কোন ডেটা সংগ্রহ করে সেই
বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায় না। আরও পড়ুন: চীনের মার্কেটে লঞ্চ হল বাচ্চাদের জন্য দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার, জেনে নিন দাম এবং ফিচার

আপনি যদি টেলিগ্রাম অ্যাপে একটি অ্যাকাউন্ট তৈরি করে থাকেন এবং কিছু কারণবশত এই অ্যাপ থেকে অ্যাকাউন্টটি ডিলিট করতে চান, তাহলে জেনে নিন অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েবসাইটে টেলিগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার উপায়।

টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট: অ্যান্ড্রয়েড

টেলিগ্রাম মোবাইল ফোন ইউজারদের সরাসরি টেলিগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলার অপশন দেয় না। অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য ইউজারদের কিছু স্টেপ অনুসরণ করতে হয়। আরও পড়ুন: দেখে নিন Samsung-এর সবচেয়ে সস্তা 5টি Keypad Phone এর তালিকা, এক চার্জে পাওয়া যাবে 30 দিনের ব্যাকআপ

স্টেপ 1: প্রথমত, আপনাকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Telegram অ্যাপে সেটিংস মেনু খুলতে হবে।
স্টেপ 2: এখানে আপনাকে প্রাইভেসি এবং সিকিউরিটিতে ক্লিক করতে হবে।
স্টেপ 3: এখানে আপনাকে নীচে স্ক্রোল করতে হবে এবং অটোমেটিক ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে।
স্টেপ 4: এবার আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য চিরতরে disable টাইম সিলেক্ট করতে হবে। আপনি 1, 3, 6 এবং 12 মাসের অপশন পাবেন। টেলিগ্রামে এই ডিফল্টটি 6 মাসের জন্য সিলেক্ট করা থাকে। এটি সিলেক্ট করার পরে, আপনি যদি নির্বাচিত সময়সীমার মধ্যে টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি চিরতরে মুছে যাবে।

টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট: iOS

আইফোন ইউজারদের জন্য, টেলিগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে ডিলিট করার প্রক্রিয়াটি অ্যান্ড্রয়েডের মতোই। আরও পড়ুন:মাত্র 50 টাকায় ঘরে বসে অনলাইনে বানিয়ে নিন PVC আধার কার্ড, জেনে নিন পদ্ধতি

স্টেপ 1: আইফোনে টেলিগ্রাম অ্যাপ খুলুন এবং সেটিংসে যান।
স্টেপ 2: এখন আপনাকে প্রাইভেসি এবং সিকিউরিটিতে যেতে হবে।
স্টেপ 3: এবার নিচে স্ক্রোল করুন এবং অ্যাকাউন্ট ডিলিটের অপশন সিলেক্ট করুন। এখানে আপনাকে অ্যাকাউন্ট ডিলিট করার টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে। আপনি যদি সেই সময়সীমার মধ্যে টেলিগ্রাম ব্যবহার না করেন তবে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।

Web browser ব্যবহার করে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার উপায়

মোবাইল ইউজারদের টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে কয়েক মাস সময় লাগে। আপনি যদি এত দীর্ঘ সময় অপেক্ষা করতে না চান, তাহলে ওয়েবসাইটের সাহায্যে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে ফেলতে পারেন। আরও পড়ুন: BGMI এর প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা, হতাশ ফ্যানরা, জেনে নিন বিস্তারিত

স্টেপ 1: আপনার কম্পিউটারের ওয়েব ব্রাউজারে টেলিগ্রাম deactivation পেজটি খুলুন। লিঙ্কের জন্য এখানে ক্লিক করুন।
স্টেপ 2: এখন আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্টে ব্যবহৃত ফোন নম্বর লিখতে হবে। মোবাইল নম্বরের আগে দেশের কোড লিখতে হবে।

স্টেপ 3: এখন আপনি টেলিগ্রাম মোবাইল অ্যাপে একটি কোড পাবেন। এই কোডের জন্য টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলুন।
স্টেপ 4: টেলিগ্রাম কোর সেকশনে আপনারা অ্যাকাউন্ট ডিলিটের অপশন পাবেন।
স্টেপ 5: আপনি চাইলে টেলিগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে ফেলার কারণ সম্পর্কে বলতে পারেন। এখানে ‘Delete my account ‘ এ ক্লিক করার সাথে সাথে আপনাকে কনফর্মেশন দিতে হবে এবং আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট চিরতরে ডিলিট হয়ে যাবে। আরও পড়ুন: ‘Gadar 2’-এর জন্য অপেক্ষা করছেন? তার আগে এই OTT-তে দেখে নিন Gadar Ek Prem Katha

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here