ভারতে আসছে POCO X3 Pro, এতে থাকবে 8GB RAM ও 5200mAh ব‍্যাটারী

স্মার্টফোন ব্র‍্যান্ড পোকো সম্পর্কে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে কোম্পানি তাদের ‘এক্স’ সিরিজের নতুন ফোনে কাজ করছে যা শীঘ্রই POCO X3 Pro নামে আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হবে। এতদিন ধরে বিভিন্ন লিক ও রিপোর্ট থেকে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। আজ পোকো টুইট করে জানিয়ে দিয়েছে কোম্পানি খুব তাড়াতাড়ি ভারতে এই ফোনটি লঞ্চ করবে এবং এই মাসেই POCO X3 Pro ফোনটি দেশে পেশ করা হবে।

আরও পড়ুন: ভারতে আসছে 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরাযুক্ত Samsung Galaxy M12, লঞ্চের আগেই দেখে নিন ফুল ডিটেইলস

পোকো ইন্ডিয়া তাদের টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে POCO X3 Pro ফোনটির লঞ্চ সম্পর্কে জানিয়েছে। পোকো তাদের টুইটে সরাসরি কোনো ফোনের নাম উল্লেখ করেনি ঠিকই, তবে কিছু শব্দ হাইলাইট করে ফোনটির নামের হিন্ট দিয়েছে। এই সব হিন্ট POCO X3 Pro এর দিকেই ইশারা করে। এখন ধরেই নেওয়া যায় যে খুব তাড়াতাড়ি ভারতে POCO X3 Pro লঞ্চ হতে চলেছে। এবার ফোনটির সঠিক লঞ্চ ডেট জানার জন্য কোম্পানির পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

স্পেসিফিকেশন

বিভিন্ন সার্টিফিকেশন সাইট ও লিক থেকে জানা গেছে POCO X3 Pro তে প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 860 চিপসেট দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লে দেখা যেতে পারে। আমাদের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী POCO X3 Pro ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজসহ দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনটি মার্কেটে ব্ল‍্যি, ব্লু ও ব্রোঞ্জ কালার ভেরিয়েন্টে সেল করা হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য POCO X3 Pro তে 5,200 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হতে পারে।

আরও পড়ুন: Vodafone Idea এর নতুন ধামাকা, নিয়ে এল প্রতিদিন ফ্রি কলিং ও 3GB ডেটাওয়ালা তিনটি নতুন প্ল‍্যান

POCO X3 

ইতিমধ্যে লঞ্চ হয়ে যাওয়া POCO X3 ফোনটিতে 6.67 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেট, একটি পাঞ্চ হোল কাট‌আউটসহ কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732 SoC এর সঙ্গে অ্যাড্রিনো 618 GPU তে কাজ করে। ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ, 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের 128 জিবি স্টোরেজসহ তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। POCO X3 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে মিইউআই 12 এর লেয়ারিং যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

ফোটোগ্রাফির জন্য POCO X3 তে 64MP Sony IMX682 প্রাইমারি সেন্সর, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো ও একটি 2 ডেপ্থ সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটি অপশন হিসেবে এতে আইআর ব্লাস্টার, এন‌এফসি, 4জি এলটিই, ডুয়েল ব‍্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here