লঞ্চ হল WhatsApp Edit Message ফিচার, এখন থেকে পাঠানো ম্যাসেজও করা যাবে এডিট, জেনে নি পদ্ধতি

Highlights

  • WhatsApp Edit Message ফিচার রোলআউট করে দেওয়া হয়েছে।
  • ইউজাররা ম্যাসেজ এডিট করার জন্য 15 সময় পাবেন।
  • এই ফিচার ব্যাবহার করার জন্য ইউজারদের অ্যাপ আপডেট করতে হবে।

WhatsApp এর ইউজাররা বিগত কয়েক বছর ধরে ম্যাসেজ এডিট ফিচারের জন্য অপেক্ষা করছিল এবং অবশেষে কোম্পানি তাদের ইউজারদের এই আবেদন বাস্তবে রূপান্তর করেছে। কোম্পানির পক্ষ থেকে ম্যাসেজ এডিট ফিচার লঞ্চ করে দেওয়া হয়েছে। এই ফিচারের নাম রাখা হয়েছে WhatsApp Edit Message। জানিয়ে রাখি কিছু দিন আগেই শুধুমাত্র বিটা ইউজারদের জন্য এই নতুন ফিচার লঞ্চ করে দেওয়া হয়েছিল। তবে এবার কোম্পানি তাদের সমস্ত ইউজারদের জন্য এই ফিচার জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক Edit Whatsapp Chat ফিচার কিভাবে ব্যাবহার করবেন। আরও পড়ুন: 10,000mAh ব্যাটারি এবং 12GB পর্যন্ত RAM এর সঙ্গে লঞ্চ হল iQOO Pad, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

WhatsApp-এ পাঠানো ম্যাসেজ কিভাবে এডিট করবেন?

  • কোম্পানি জানিয়েছে ইউজারদের কোন ম্যাসেজ পাঠানোর পর 15 মিনিটের উইন্ডো দেওয়া হবে। অর্থাৎ ইউজারদের এই 15 মিনিটের মধ্যে ম্যাসেজ এডিট করতে হবে।
  • ম্যাসেজ এডিট করার জন্য প্রথমে পাঠানো ম্যাসেজের ওপর লং প্রেস বা হোল্ড করতে হবে।
  • হোল্ড করার পর স্ক্রিনেই Edit Message অপশন দেখা যাবে, এতে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর WhatsApp ম্যাসেজ এডিট করার জন্য একটি নতুন উইন্ডো খুলে যাবে এবং এখানে সেই ম্যাসেজে পরিবর্তন করে সেটি সেভ করতে পারবেন।
  • এক্ষানে ‘ওকে’ অপশনে ট্যাপ করলেই দেখা যাবে সেন্ড ম্যাসেজ এডিট হয়ে গেছে।

পাওয়া যাবে 15 মিনিট সময়

তবে মনে রাখতে হবে Edit Whatsapp Chat ফিচার ব্যাবহারের জন্য মাত্র 15 মিনিট সময় পাওয়া যাবে। এরপর ার ইউজাররা ম্যাসেজ এডিট করতে পারবেন না। জানিয়ে রাখি এর আগে কোন ভুল ম্যাসেজ পাঠানোর পর সাধারণত ইউজাররা ‘ডিলিট ফর অল’ ফিচার ব্যাবহার করতেন। আরও পড়ুন: মাত্র 999 টাকায় পাওয়া যাচ্ছে 32-ইঞ্চি টিভি, 6টি OTT অ্যাপ এবং 300টি টিভি চ্যানেলের সুবিধা! জেনে নিন অফার ডিটেইলস

ইউজাররা পাবেন এই ফিচার

কিছু দিন আগের WABetaInfo এর একটি রিপোর্ট অনুযায়ী এই ফিচার অ্যাপের বিটা ভার্সনে পাওয়া গেছে। অর্থাৎ আগে এই ফিচার অ্যাপের বিটা ইউজারদের দেওয়া হয়েছে। তবে এবার থেকে সমস্ত সাধারণ ইউজাররাও এই ফিচার উপভোগ করতে পারবেন।

শীঘ্রই এইসব ইউজাররা পাবেন ফিচার

জানিয়ে রাখি অ্যান্ড্রয়েড-আইওএসের জন্য এই রোলআউট স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। তাই সব ইউজাররা হয়তো এখনই এই ফিচার পাবেন না। তবে ইউজাররা মাঝে মধ্যে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে চেক করতে পারেন তাদের জন্য কোনো আপডেট এসেছে কি না। আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ লঞ্চ হল OPPO K11x 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here