Indian Gadget Awards 2022 এর কোন ক্যাটাগরিতে কোন ফোন নমিনেট হয়েছে? দেখে নিন সম্পূর্ণ লিস্ট

এক কথায় Indian Gadget Awards 2021 ভারতের সবচেয়ে বড় টেক অ্যাওয়ার্ড শো। বিগত কয়েক বছরের দারুণ স্ফলতার পর এই বছর আবার এই অনবদ্য অ্যাওয়ার্ড শো IGA 2022 হীশাবে অনুষ্ঠিত হতে চলেছে। এবার এই শোতে পার্টনার হিসাবে দেখা যাবে 20 জন টপ টেক পাবলিকেশন ও ইউটিউবারদের এবং জুরি মেম্বারদের আসন উজ্জল করছেন ইন্ডাস্ট্রির 18 জন টপ রিভিউয়াররা। এছাড়া Indian Gadget Awards (IGA) 2022 এর 35টি কোলাবরেটর ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এই অ্যাওয়ার্ড শো শোকেস করা হবে। এছাড়া 13 জন জনপ্রিয় টেক কন্টেন্ট ক্রিয়েটরদের এই শোয়ের সোশ্যাল মিডিয়া পার্টনার বানানো হয়েছে। এবারের ইন্ডিয়ান গ্যাজেট অ্যাওয়ার্ড শোতে মোবাইল, ল্যাপটপ, ট্যাবলেট, চিপসেট এবং ওয়্যারেবল মিলিয়ে মোট 150টিরও বেশি নমিনেশন জমা পড়েছে, যার মধ্যে থেকে 28টি বিজেতা বাছাই করা হবে। সবচেয়ে বড় কথা এবার মোট চারটি ইউজার চয়েসঃ অ্যাওয়ার্ড দেওয়া হবে। দেশের মোবাইল ইউজারদের সব ধরনের পছন্দের কথা মাথায় রেখে এই বছর মোট 8টি আলাদা আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। এই 8টি ক্যাটাগরিতে কোন কোন ফোন রয়েছে সে সম্পর্কে নিচে বিস্তারিত লিস্ট দেওয়া হল। এর পাশাপাশি এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনারা ইন্ডিয়ান গ্যাজেট অ্যাওয়ার্ড 2022 সম্পর্কে জানতে পারবেন। এছাড়া ইউজার চয়েজের জন্য ভোটও এই সাইটের মাধ্যমে করা যাবে।

Indian Gadget Awards 2022 এর ক্যাটাগরি

  • Best Phone of 2022 (under 15k)
  • Best Phone of 2022 (under 30k)
  • Best Phone of 2022 (under 50k)
  • Best Selfie Phone of 2022 – Mainstream (Under 30K)
  • Best Camera Phone of 2022 – Mainstream (Under 30K)
  • Best Camera Phone of 2022 – Premium (Budget, no bar)
  • Best Gaming Phone of 2022
  • Phone Of The Year 2022 – Overall

1. Best Phone of 2022 (under 15,000)

  • Samsung Galaxy F23 5G
  • Motorola Moto G62 5G
  • iQOO Z6 5G
  • Realme 9i
  • Redmi 11 Prime 5G
  • Infinix Note 12 5G

নাম দেখেই বিঝা যাচ্ছে এই ক্যাটাগরিতে সেইসব স্মার্টফোনের নাম যোগ করা হয়েছে যেগুলির দাম 15,000 হাজার টাকার কম হওয়া সত্ত্বেও ইউজারদের মনে নিজের জায়গা করে নিতে সক্ষম হয়েছে। জানিয়ে রাখি দেশে স্মার্টফোন ইউজাররা সবচেয়ে বেশি এই ক্যাটাগরির স্মার্টফোনই কিনে থাকেন। Indian Gadget Awards 2022 তে Best Phone of 2022 (under 15,000) ক্যাটাগরিতে নিজের জায়গা করে নিয়েছে যে ফোনগুলি সেগুলি হল- Samsung Galaxy F23 5G, Motorola Moto G62 5G, iQOO Z6 5G, ,Realme 9, Redmi 11 Prime 5G এবং Infinix Note 12 5G।

2. Best Phone of 2022 (under 30,000)

  • TECNO CAMON 19 Pro Mondrian
  • POCO F4 5G
  • Redmi K50i 5G
  • OnePlus Nord 2T 5G
  • iQOO Neo 6 5G
  • Xiaomi 11i HyperCharge 5G
  • Motorola Edge 30
  • Samsung Galaxy M53 5G
  • Realme GT NEO 3T 80W
  • Redmi Note 11 Pro + 5G
  • Realme 9 Pro+

30,000 টাকা ক্যাটাগরির নমিনেশন খোঁজা খুব একটা সহজ কাজ মোটেই ছিল না। এই ক্যাটাগরিতে সেইসব ফোনগুলিকে যোগ করা হয়েছে যেগুলির দাম 15 হাজার টাকার বেশি তবে 30 হাজার টাকার কম। এই ক্যাটাগরির ফোনগুলিকে মিড বাজেটও বলা যায় না আবার এগুলি পুরোপুরি প্রিমিয়ামও নয়। এই ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে TECNO CAMON 19 Pro Mondrian, POCO F4 5G, Redmi K50i 5G, OnePlus Nord 2T 5G, iQOO Neo 6 5G, Xiaomi 11i HyperCharge 5G, Motorola Edge 30, Samsung Galaxy M53 5G, Realme GT NEO 3T 80W, Redmi Note 11 Pro + 5G এবং Realme 9 Pro+। নামগুলি দেখেই বোঝা যায় এই ক্যাটাগরিতে কতটা হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা হতে চলেছে।

3. Best Phone of 2022 (under 50,000)

  • Nothing Phone (1)
  • OnePlus 10T 5G
  • iQOO 9T
  • motorola Edge 30 Fusion
  • realme GT 2 Pro
  • Realme GT Neo 3
  • OPPO Reno8 Pro 5G
  • Vivo V25 Pro
  • Samsung Galaxy S21 FE 5G

50,000 টাকা খরচ করে যখন কেউ নতুন স্মার্টফোন কেনে তখন অবশ্যই তাঁর মনে এই চিন্তা থাকে যেন তাঁর ফোনটি সব দিক থেকে অ্যাডভান্স ফিচারযুক্ত হয়। এমনই নয়টি বিশ্বস্ত এবং শক্তিশালী ফোনকে এবার ইন্ডিয়ান গ্যাজেট অ্যাওয়ার্ড শোয়ের মঞ্চে একে অপরের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। এই লিস্টে Nothing Phone (1), OnePlus 10T 5G, iQOO 9T, motorola Edge 30 Fusion, realme GT 2 Pro, Realme GT Neo 3, OPPO Reno8 Pro 5G, Vivo V25 Pro এবং Samsung Galaxy S21 FE 5G এর নাম রয়েছে। লিস্টে দেখা যাচ্ছে Realme এর দুটি ফোন এই ক্যাটাগরিতে নিজের স্থান করে নিয়েছে। এছাড়া নতুন ব্র্যান্ড Nothing-ও এই লিস্টে নমিনেট হয়েছে।

Best Selfie Phone of 2022 – Mainstream (Under 30K)

  • Motorola Edge 30
  • TECNO CAMON 19 Pro Mondrian
  • Redmi K50i 5G
  • Samsung Galaxy M53 5G
  • OnePlus Nord 2T 5G
  • Realme 9 Pro+
  • OPPO Reno8 5G
  • Vivo V25 5G
  • Samsung Galaxy A53 5G

অনেক সাধারণ মানুষ আছেন যারা সেলফি তুলতে পছন্দ করেন তবে সব ফোনে সুন্দর সেলফি ক্যাপচার করা সম্ভব হয় না। IGA 2022 এর এই ক্যাটাগরিতে তাই সেইসব স্মার্টফোন জায়গা করে নিয়েছে যেগুলি তাদের সুন্দর ফ্রন্ট ক্যামেরার দৌলতে নিজেদের অনবদ্য করে তোলে। এই ক্যাটাগরিতে নমিনেটেড নয়টি ফোন হল Motorola Edge 30, TECNO CAMON 19 Pro Mondrian, Redmi K50i 5G, Samsung Galaxy M53 5G, OnePlus Nord 2T 5G, Realme 9 Pro+, OPPO Reno8 5G, Vivo V25 5G এবং Samsung Galaxy A53 5G।

Best Camera Phone of 2022 – Mainstream (Under 30K)

  • Realme 9 pro plus
  • IQOO Neo 6
  • Realme GT NEO 3T
  • OnePlus Nord 2T 5G
  • Samsung Galaxy M53 5G
  • Motorola Edge 30

কোনো ফোনের ক্যামেরার কথা উঠলে সবাই ফ্রন্ট ক্যামেরার আগে রেয়ার ক্যামেরা সম্পর্কে জানতে চান। এমন বহু মানুষ আছেন যারা সেলফির থেকে বেশি গুরুত্ব দেন মোবাইল ফটোগ্রাফিকে। আর তাই ইন্ডিয়ান গ্যাজেট অ্যাওয়ার্ড 2022 তে বেস্ট ক্যামেরা ফোনের জন্য দুটি আলাদা ক্যাটাগরি রাখা হয়েছে, বেস্ট ক্যামেরা ফোন মেইনস্ট্রিম এবং প্রিমিয়াম। এর মধ্যে মেইনস্ট্রিম ক্যাটাগরিতে সেইসব ফোন রয়েছে যেগুলির দাম 30 হাজার টাকার কম। এই লিস্টে রয়েছে Realme 9 pro plus, IQOO Neo 6, Realme GT NEO 3T, OnePlus Nord 2T 5G, Samsung Galaxy M53 5G এবং Motorola Edge 30 স্মার্টফোন। এই লিস্টেও আবার Realme এর দুটি ফোন রয়েছে।

6. Best Camera Phone of 2022 – Premium (Budget, no bar)

  • Samsung Galaxy S22 Ultra 5G
  • Google Pixel 7 Pro
  • Apple iPhone 14 Pro Max
  • Vivo X80 Pro
  • Xiaomi 12 Pro
  • Motorola Edge 30 Ultra

প্রিমিয়াম স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষের প্রধান কারণ হয় সেই ফোনের দুর্দান্ত ক্যামেরা। আজকের দিনে দাঁড়িয়ে ক্যামেরা সব ফোনের থাকলেও সব ফোন ইউজারদের ফটোগ্রাফির নেশাকে পরিতৃপ্ত করতে পারে না। IGA 2022 তাই প্রিমিয়াম ক্যামেরা স্মার্টফোনের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করেছে এবং এই ক্যাটাগরিতে জায়গা পেয়েছে Samsung Galaxy S22 Ultra 5G, Google Pixel 7 Pro, Apple iPhone 14 Pro Max, Vivo X80 Pro, Xiaomi 12 Pro এবং Motorola Edge 30 Ultra স্মার্টফোন।

7. Best Gaming Phone of 2022

  • IQOO 9T 5G
  • Redmi K50i 5G
  • Realme GT Neo 3
  • Apple iPhone 14 Plus
  • Apple iPhone 14 Pro Max
  • Vivo X80
  • ASUS ROG Phone 6 Pro
  • Samsung Galaxy S22 Ultra 5G
  • OnePlus 10T 5G

গত বছর ইউজাররা নতুন ফোন কেনার সময় ক্যামেরা, স্ক্রিন, ব্যাটারির মতো বিভিন্ন পয়েন্টের পাশাপাশি সে ফোনের গেম পারফরমেন্সও চেক করেছে। এই ট্রেন্ডের কথা মাথায় রেখে IGA 2022 অ্যাওয়ার্ড শোতে Best Gaming Phone এর জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করা হয়েছে। এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে IQOO 9T 5G, Redmi K50i 5G, Realme GT Neo 3, Apple iPhone 14 Plus, Apple iPhone 14 Pro Max, Vivo X80, ASUS ROG Phone 6 Pro, Samsung Galaxy S22 Ultra 5G এবং OnePlus 10T 5G ফোনগুলি।

8. Phone Of The Year 2022 – Overall

  • Samsung Galaxy S22 Ultra
  • Google Pixel 7 Pro
  • Apple iPhone 14 Pro Max
  • Vivo X80 Pro
  • Xiaomi 12 Pro 5G
  • Motorola Edge 30 Ultra
  • Samsung Galaxy Z Fold4
  • Samsung Galaxy Z Flip4
  • OnePlus 10 Pro 5G
  • iQOO 9 Pro
  • Realme GT 2 Pro

বেস্ট মানে সবার থেকে ভালো, সবার থেকে এগিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে কোনো ফোনের লুক আকর্ষণীয় হলে কোনো ফোনের ক্যামেরা ভালো। কোনো ফোনের প্রসেসিং ফাস্ট তো কোনো ফোনের ব্যাটারি অতুলনীয়। তবে কোনো ফোন যদি সব দিক থেকেই এগিয়ে থাকে তবেই তাকে Best Phone of the Year বলা যায় এবং এই ধরনের ফোনগুলি নিয়েই তৈরি করা হয়েছে IGA 2022 এর এই সবচেয়ে স্পেশাল ক্যাটাগরিটি। এই বছর Best Phone of 2022 এর মুকুট জিতে নেওয়ার জন্য মাথে নামছে Samsung Galaxy S22 Ultra, Google Pixel 7 Pro, Apple iPhone 14 Pro Max, Vivo X80 Pro, Xiaomi 12 Pro 5G, Motorola Edge 30 Ultra, Samsung Galaxy Z Fold4, Samsung Galaxy Z Flip4, OnePlus 10 Pro 5G, iQOO 9 Pro এবং Realme GT 2 Pro স্মার্টফোন।

 

Indian Gadget Awards 2022 সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানার জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করুন। এখান থেকেই ইউজাররা তাদের পছন্দের ডিভাইসকে ভোট করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here