লঞ্চ হল ভারতের সবচেয়ে সস্তা পপ-আপ ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন, মাত্র 9999 টাকার বিনিময়ে পাওয়া যাবে 4000 mAh ব‍্যাটারী, 4 GB RAM ও 48 MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা

স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Infinix এর নাম সেইসব ফোনের লিস্টে রাখা হয় যারা অত‍্যন্ত অ্যাগ্ৰেসিভ দামে তাদের ফোন লঞ্চ করে। কম দামের হ‌ওয়ার সঙ্গে সঙ্গে Infinix ব্র‍্যান্ডের ফোন প্রত‍্যেক বার কোনো না কোনো নতুন রেকর্ড তৈরি করে। আজ দীর্ঘদিন পর কোম্পানি ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্য নিয়ে Infinix S5 Pro লঞ্চ করেছে। মাত্র 9,999 টাকা দামে লঞ্চ করে কোম্পানি তাদের Infinix S5 Pro ফোনটিকে ভারতের সবচেয়ে সস্তা পপ আপ ক‍্যামেরাযুক্ত স্মার্টফোন বানিয়ে দিয়েছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 5TB পোর্টেবল হার্ড ড্রাইভ, পকেটেও ভরে রাখা যাবে এত‌ই ছোট এই হার্ড ড্রাইভ

লুক ও ডিজাইন

লুক ও ডিজাইনের দিক থেকে Infinix S5 Pro ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের পপ আপ ক‍্যামেরা। ফুল ভিউ ডিসপ্লেযুক্ত এই ফোনটি বেজল লেস ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির ওপরের প‍্যানেলে ডানদিকে পপ আপ ক‍্যামেরা দেওয়া হয়েছে যা সেলফির কম‍্যান্ড দিলে বাইরে বেরিয়ে আসে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে নিচের দিকে হালকা চিন পার্ট আছে। Infinix S5 Pro ফোনটি 3ডি গ্লাস ফিনিশের সঙ্গে তৈরি করা হয়েছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে।

ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে ভার্টিক‍্যাল শেপে এই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ অবস্থিত। Infinix S5 Pro এর পপ আপ ক‍্যামেরার নিচেই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এর ঠিক নিচে Infinix এর ব্র‍্যান্ডিং আছে। ফোনটির ডানদিকের পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে। এক‌ইভাবে ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্টের সঙ্গে স্পীকার গ্ৰিল অবস্থিত।

আরও পড়ুন: 9999।টাকা দামে লঞ্চ হল Realme 5i এর নতুন ভেরিয়েন্ট, ফোনে আছে 5000 এম‌এএইচ ব‍্যাটারী ও কোয়াড রেয়ার ক‍্যামেরা

ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Infinix S5 Pro ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে যার স্ক্রিন টু বডি রেশিও 91 শতাংশ। এই ফোনে 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ডিসপ্লে 2.5ডি কার্ভড গ্লাস দিয়ে প্রোটেক্টেড। কোম্পানির এই ফোনটি অ্যান্ড্রয়েডের সবচেয়ে নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে এক্স‌ওএস 6.0 তে কাজ করে। 

Iconic Image from Google

Infinix S5 Pro তে প্রসেসিঙের জন্য 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত 64 বিট অক্টাকোর প্রসেসরের সঙ্গে 12 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেট দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। তবে এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: Realme এর বাজিমাত, লঞ্চ হল বাজেট ক‍্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ফোন Realme 6 Pro

ফোটোগ্রাফির কথা উঠলো সবার আগে বলতে হয় Infinix S5 Pro তে পপ আপ সেলফি ক‍্যামেরা আছে। এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের এআই পপ আপ ক‍্যামেরা আছে। এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে Infinix S5 Pro তে একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং তৃতীয় সেন্সর হিসেবে একটি লো লাইট সেন্সর দেওয়া হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ফোনের রেয়ার ক‍্যামেরায় গুগল লেন্স এম্বেডেড করা আছে।

Infinix S5 Pro একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সব ধরনের বেসিক কানেক্টিভিটি ফিচারের‌ সঙ্গে এই ফোনে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে এআই স্মার্ট পাওয়ার সেভিং ফিচারযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন: 64 মেগাপিক্সেলের ক‍্যামেরা ও শক্তিশালী প্রসেসরের সঙ্গে লঞ্চ হল Realme 6, Redmi Note 8 এর থেকে কি বেশি জনপ্রিয় হবে এই দুর্দান্ত ফোনটি?

কোম্পানি তাদের Infinix S5 Pro ফোনটি 9,999 টাকা দামে লঞ্চ করেছে। আগামী 13 মার্চ থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে শপিং সাইট ফ্লিপকার্টে সেল করা হবে। Infinix S5 Pro ফোনটি Forest Green ও Violet কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here